বাহক নিউজ় ব্যুরো: এখন নিজেদের জীবন সঙ্গী বাঁ সঙ্গীনি খোঁজার জন্য প্রায় মানুষেরই ঘটক বা অন্য কোনো মধ্যম ব্যাক্তির প্রয়োজন হয় না। এখন কার দিনে সবকিছুরই যেমন উন্নতি হচ্ছে, তেমনই নতুন কিছু পদ্ধতি বের করে খুঁজে নেয়া যায় নিজের জীবন সঙ্গী বা৷ সঙ্গীনিকে।
এরকমই এক মজার কান্ড ঘটালেন কেরলের এক যুবক। কেরলের ভাল্লিচিলার ৩৩বছরের এক যুবক উন্নিকৃষ্ণন নিজের জীবন সঙ্গীনি নিজেই খুঁজে নিতে চাইছেন। তাই তিনি এক মজার কান্ড ঘটিয়ে বসেন। তিনি সঙ্গীনি খোঁজার জন্য সাইনবোর্ড ঝুলিয়েছেন তাঁর দোকানের সামনে।
সাইনবোর্ডে লিখেছেন,’ জীবন সঙ্গী খুঁজছি, জাতি বা ধর্ম এ বিষয়ে তুচ্ছ’। এই সাইনবোর্ড দেখে উন্নিকৃষ্ণনের এক বন্ধু সেই সাইনবোর্ডের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন। তারপরেই তা ভাইরাল হয়ে যায়। এই পোস্ট ভাইরাল হবার সাথে সাথেই উন্নিকৃষ্ণনের কাছে দেশ বিদেশ থেকে ফোন আসতে থাকে। যদিও তিনি এখন ব্যাস্ত তাঁর বিয়ের আগে তাঁর দোকান সাজিয়ে তুলতে।
উন্নিকৃষ্ণন বলেন, আমি আগে পেশাগত ভাবে দিনমজুর ছিলাম। আমি শারিরীক ভাবে খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম একসময়। আমার মস্তিষ্কে টিউমার ধরাপড়ে। এবং তা সার্জারি করতে হয়। তারপর আমি যখন পুরোপুরি ভাবে সুস্থ হয়ে যাই তখন আমার মনে হয় জীবনে আবার কিছু করতে হবে। তাই আমি আমার বাড়ির সামনে একটি লটারির দোকান খুলি। তারপর এখন নতুন চায়ের দোকানও খুলেছি। যা এই সময় খুব ভালো চলছে। আমি বিয়ে করতে চাই, ইতি মধ্যেই আমার বাড়ির লোক আমার জন্য মেয়ে দেখা শুরু করেছে কিন্তু তাদের কাউকেই আমার মনে ধরেনি। আমি একটু অন্যরকম ভাবে পাত্রীর খোঁজ করছি, তাই দোকানের সামনে এইভাবে লিখে সাইনবোর্ড ঝুলিয়ে দিই।
উন্নির বন্ধু এডাপিল্লি উন্নির ছবি সহ সাইনবোর্ডের ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। উন্নি বলেন, ‘আমি বহু দেশ বিদেশ থেকে মেয়েদের ফোন পাচ্ছি’। অনেকে আবার আমার জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। তিনি নিজের বিয়ের জন্য জাতি বা ধর্ম কে প্রাধান্য না দেয়ায় এই মানষিকতা কে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
উন্নিকৃষ্ণন আরো বলেন, ‘যে আমার কাছে দিনে প্রচুর ফোন আসছে কিন্তু আমার কাছে এতো সময় নেই সবার সাথে কথা বলার’। তিনি বলেন যে অনেকেই ফোন করে অনেক ব্যাক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করছেন কিন্তু উন্নি তাদের জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ব্যাক্তিগত তথ্য দেয়া নিরাপদ নয়। তাই সব কিছু জানার হলে তার সাথে যোগাযোগ করতে হবে।
এতো কিছুর পরেও এই নতুন মজার পন্থা দেখে অবাক সবাই। বেশ ভাইরালও হয়েছে এই পন্থা। আবার প্রশংসাও পেয়েছে বেশ।
Published on Wednesday, 1 September 2021, 11:32 pm | Last Updated on Wednesday, 1 September 2021, 11:32 pm by Bahok Desk









