ফলাফল প্রকাশ হলো মাধ্যমিক পরীক্ষার। অন্যান্য বছরের থেকে এই বছর যে পুরোটাই ব্যতিক্রমী তা আরও একবার প্রমান করে দিল এই পরীক্ষার ফল। সর্বকালীন রেকর্ড ছাড়িয়ে এবছর পাশের হার ১০০শতাংশ। তাও আবার পরীক্ষা না দিয়েই।

একইসাথে মোট ৭৯জন পরীক্ষার্থী প্রথম স্থান আধিকার করেছে। প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৬৯৭। যার ফলে অবাক শিক্ষামহল। আজ মঙ্গলবার শিক্ষা পর্ষদের সভাপতি কল্যানময় গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিক ফলপ্রকাশ করেন। গতবছরও করোনার কোপ পড়েছিল মাধ্যমিক পরীক্ষার উপর, সে বছর পাশের হার ছিলো ৮৬.৩৪ শতাংশ, এবছর সেখানে পাশের হার ১০০শতাংশ। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১০লক্ষ ৭৯হাজার ৭৪৯জন। তার মধ্যে ছাত্রের সংখ্যা ছিল ৪লক্ষ ৬৫ হাজার ৮৫০জন। এবং ছাত্রীর সংখ্যা ছিল ৬লক্ষ ১৩হাজার ৮৪৯ জন। এবছর কোনো মেধা তালিকা প্রকাশ করা হয়নি।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

একটি তথ্য থেকে জানা জাচ্ছে, এবছর প্রায় ৯০ শতাংশ ছাত্র, ছাত্রী প্রথম বিভাগে পাশ করেছে। প্রতি বছরের মতো এ বছরেও সকাল ১০ টার পর ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পেরেছে ছাত্র, ছাত্রীরা। মার্কশীট নিয়েছে অভিবাবকরাই।

 

রিয়া দুয়ারী