গ্লোবাল টপ-২ টিভি কর্পোরেশন লঞ্চ করল এক নতুন ধরনের এসি। করোনাভাইরাস এর বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ নিয়েছে টিএসএল কোম্পানি। এটা একটা আল্ট্রা ইনভার্টার এসি, যেটা থ্রি-ইন-ওয়ান ফিল্টারেশন সম্পন্ন। যার মধ্যে ভিটামিন সি ফিল্টার, সিলভার আয়ন এবং ডাস্ট ফিল্টারও উপস্থিত। এই এসি শুধু যে আপনাকে ধুলো ময়লা বা ব্যাকটেরিয়া থেকে বাঁচাবে তাই নয়, আপনাকে এক আদ্রতাপূর্ণ আবহাওয়ায় থাকারও সুযোগ দেবে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে, ওয়ার্ক ফ্রম হোম-এর চাহিদা বাড়তে দেখেই এই এসি লঞ্চ করা হয়েছে। যাতে সাধারণ মানুষ বাড়িতে বসেই সুরক্ষিতভাবে এবং আরামদায়ক ঘরোয়া পরিবেশে কাজ করতে পারে।

নতুন এসি লঞ্চ করার সময় টিএসএল ইন্ডিয়ার এসি বিজনেস প্রধান বিজয় কুমার মিক্কিলিনেনী বলেছেন, “অতিমারির কারণে ওয়ার্ক ফ্রম হোম-এর চাহিদা বেড়েছে। কর্মক্ষেত্রে এই পরিবর্তন শুধু যে বিনিয়োগকারীদের জীবনে প্রভাব ফেলেছে তাই নয়, কর্মচারীদের জীবনেও বিস্তর প্রভাব ফেলেছে। তবে, আমাদের ভিটামিন-সি ফিল্টার সমৃদ্ধ এই এসি সাধারণ মানুষকে আরামদায়ক পরিবেশ উপভোগ করার সুযোগ দিতে চলেছে এবং বাড়িতে বসে শান্ত পরিবেশে কাজ করার সুস্থ পরিবেশ উপহার দিতে চলেছে”।

টিএসএল-এর আল্ট্রা ইনভার্টার এসি গোল্ড অপারেটর এবং কন্ডেন্সর যুক্ত। একই সঙ্গে এই এসি ১০০ শতাংশ কপার টিউবিং সম্পন্ন। ফলে, ধুলো ময়লা জমে না এবং এসি-এর আয়ুও বৃদ্ধি পায়। এই এসি মাত্র ৩০ সেকেন্ডে ঘরের তাপমাত্রা 80 ডিগ্রী সেলসিয়াস-এ কমিয়ে আনতে পারে। যার ফলে আপনার কক্ষ কোনওরকমের বিলম্ব ছাড়াই ঠান্ডা হয়ে যাবে। কোম্পানির তরফেও জানানো হয়েছে যে এই ধরনের এসির ব্যবহারে এসি পিছু বিদ্যুতের খরচ ৫০% কমে যাবে। যার ফলে, আপনার বিদ্যুতের বিলও কম পাহাড়-প্রমাণ আসবে না। এছাড়াও এই এসি-তে যে বিশেষ সুবিধাগুলি রয়েছে সেগুলি হল, এই এসি আর-৩২ ইকো-ফ্রেন্ডলি রেফ্রিজারেন্ট, ফোর-ওয়ে-এয়ারফ্লো, গুগল অ্যাসিস্ট্যান্ট, টিসিএল হোম অ্যাপ, ডিজিটাল ডিসপ্লে এবং ‘আই ফীল টেকনোলজি’। উল্লেখ্য, বাজারে এই এসি পাওয়া যাবে ২৭,৯৯০ মূল্যে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

ইবতিসাম খান