বাহক নিউজ় ব্যুরো:  সোনার ছেলে নীরজ। দেশের হয়ে ইতিহাস গড়েছেন তিনি। আর এই ইতিহাসের উদযাপনে সামিল গোটা দেশ। বাদ যাননি কেউই। শুধু উদযাপনই নয়, নীরজের বর্শার জয়ে বর্ষিত কোটি কোটি টাকা, গাড়ি, চাকরি! কেউ দিচ্ছেন ৫০ লক্ষ টাকা, আবার কেউ দিচ্ছেন ৬ কোটি! কেউ আবার দামি গাড়ি।

 

 

এক ঝলকে দেখে নেওয়া যাক এই পর্যন্ত অলিম্পিক স্বর্ণজয়ী হরিয়ানার ছেলে নীরজ চোপড়া ঠিক কী কী পাচ্ছেন-
ক্যাপ্টেন অমরিন্দর নীরজকে ২ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন। তিনি বললেন যে, নীরজের সঙ্গে পাঞ্জাবের গভীর সম্পর্ক রয়েছে। এহেন, তাঁর স্বর্ণপদক জেতা পাঞ্জাবের মানুষের কাছে গর্বের বিষয়। অপরদিকে, মণিপুর সরকারের তরফে নীরজ চোপড়াকে ১ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। মণিপুরের ক্যাবিনেট বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

 

 

এ তো গেল বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের ও রাজনৈতিক দলের কথা। ‘সোনার ছেলে’ নীরজকে আর্থিক পুরস্কার দিয়ে সম্মানিত করার তালিকায় বাদ যায়নি অন্য খেলাও। ‘আইপিএল’-এর ‘চেন্নাই সুপার কিংস’ নামক একটি ক্রিকেট দলের তরফে ঘোষণা করা হয়েছে আর্থিক পুরষ্কার। চেন্নাই সুপার কিংস-এর তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে যে, নীরজকে ১ কোটি টাকা দেওয়া হবে। শুধু তাই নয়, চেন্নাই সুপার কিংস দলের তরফে ৮৭৫৮ নং-এর একটি স্পেশাল জার্সি বানানোর কথাও বলা হয়েছে।

 

 

এদিকে, বিসিসিআই-এর তরফেও টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতের সমস্ত খেলোয়াড়কে আর্থিক পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই প্রতিশ্রুতির অধীনেই নীরজকে ১ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এছাড়াও, মীরা ও চানু-কে ৫০ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়। একই সঙ্গে সিন্ধু এবং বজরং পুনিয়াকে ২৫ লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়েছে।

 

 

ইন্ডিগো-এর তরফে আর্থিক পুরস্কার দেওয়া ছাড়াও আগামী ১ বছর তথা ৭ই আগস্ট পর্যন্ত ফ্রী টিকিট দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এখনও পর্যন্ত বিভিন্নভাবে নীরজকে ৯ কোটি টাকার আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এবং পরবর্তীকালে এই আর্থিক পুরষ্কারের পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করা হয়েছে। এছাড়াও, মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা নীরজ চোপড়াকে এক্সইউভি৭০০ দেওয়ার কথাও ঘোষণা করেছেন। উল্লেখ্য, এক টুইটার ব্যবহারকারী আনন্দ মহিন্দ্রার কাছে আবেদন করেন যে, নীরজকে যেন একটা এক্সইউভি৭০০ উপহাররূপে দেওয়া হয়। এদিকে, ওই টুইটার ব্যবহারকারীর আবেদন এড়িয়ে না গিয়ে ডাকে সাড়া দিয়ে নীরজকে এক্সইউভি৭০০ দেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছেন আনন্দ মহিন্দ্রা।