বাহক নিউজ় ব‍্যুরো: অপারেশন থিয়েটারে মায়ের গর্ভ থেকে জন্ম নিল এক অদ্ভুতদর্শন শিশু। তার দুটি মাথা, চারটি হাত চারটি পা, গলা থেকে পেট অবধি জোড়া। এই শিশুকে ঘিরে ব‍্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।

মাতৃগর্ভে জট পাকিয়ে রয়েছে দুই জমজ শিশু। অস্ত্রোপচারের পর দেখা গেল শিশুদের দুই মাথা, চারটি হাত ও চারটি পা, গলা থেকে পেট অবধি জোড়া লাগানো। মা ও শিশু দুজনেই সুস্থ থাকলেও তাদের বিশেষ পর্যবেক্ষণে রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এদিন প্রসব যন্ত্রণা নিয়ে ইটাহার ছয়ঘরা গ্রামের বাসিন্দা আখতারা খাতুন রায়গঞ্জ গর্ভমেন্ট মেডিকেল কলেজে ভর্তি হন। ভর্তি হ‌ওয়ার কিছুক্ষণের মধ‍্যেই তাঁর অস্ত্রোপচার করেন চিকিৎসকরা।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

এরপর‌ই নবজাতককে দেখে হতবাক হয়ে যান ডাক্তার থেকে নার্স সকলেই। দেখা যায় মহিলার গর্ভের দুই জমজ সন্তান একে অপরের সাথে মিশে গেছে। গলা থেকে তলপেট অবধি মিশে রয়েছে ওই শিশুদের অঙ্গ‌। চিকিৎসকদের দক্ষতায় শিশুগুলি জীবিত অবস্থায় জন্মলাভ করে। যদিও গর্ভবতী অবস্থায় আনট্রাসোনোগ্রাফি করে আগেই বিষয়টি ধরা পড়েছিল। কিন্তু তখন কিছু করার ছিল না। আখতারার একটি আড়াই বছরের ছেলে রয়েছে, এটি তার দ্বিতীয় সন্তান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এমন ঘটনা এ অঞ্চলে বিরল। প্রসূতি ও শিশু দুজনেই সুস্থ রয়েছে। প্রসূতি তার সন্তানকে বাড়িতে নিয়ে যেতে চান অপরদিকে চিকিৎসকরা শিশুটিকে চিকিৎসার জন‍্য বাইরে পাঠানোর কথা ভাবছেন।