আমাদের কাছের কোনো বন্ধুর বিয়ে হবে শুনলে আমরা আমরা প্রথমেই ভাবি যে খুব মজা করবো আনন্দ করবো। আর ভাবি যে কি উপহার দেবো। এবার সেই উপহার দেয়া নিয়ে বাঁধল ঝামেলা।

বন্ধুর বিয়ে, তাই বেশ কয়েকদিন থেকেই মজার উপহার দেয়ার পরিকল্পনা করছিলেন বন্ধুরা। হাসি, মজা তে আরও বিয়ের আসর জমিয়ে তুলতে চেয়েছিলেন তারা। কিন্তু মজা করতে গিয়ে বিপাকে পড়লেন বরের বন্ধুরা। বরের বন্ধুদের দেয়া উপহার দেখে ভিষন রেগে গেলেন নব বধূ। আর যে বন্ধুরা ভেবেছিল হাসি মজা করে মাতিয়ে দেবে আসর তারাই ভয়ে সিটিয়ে গেলেন। কিন্তু এমন উপহার পেয়েছিলেন নব বধূ??
সম্প্রতি নেট দুনিয়ায় দেখা গেছে ভাইরাল একটি ভিডিও। যেখানে দেখা গেছে বরের বন্ধুরা নব বধূকে একটি ফিডিং বোতল উপহার দিচ্ছেন। প্রথমে প্যাকেট টি দেখে নব বধূ বুঝতে পারছিলেন না যে কি উপহার আছে ভেতরে। কিন্তু উপহার খুলে হেসে মজা করার জায়গায়, বেজায় চটে গেলেন বন্ধুর স্ত্রী।কোল থেকে ছুঁড়ে ফেলে দিলেন সেই বোতল।

এদিকে ব্যাকগ্রাউন্ডে মজার মিউজিক বাজতে লাগলো। এদিকে বর বাবাজিও বুঝতে পারলেন না এই মুহূর্তে সামলাবেন কাকে বন্ধু দের নাকি নিজের বউ কে। আর এই ভিডিও রেকর্ড করেন ওই বিয়ে বাড়িরই কনো সদস্য। এই ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায় সঙ্গে সঙ্গে। নতুন বউ এর এরকম আবস্থা দেখে বরের বন্ধু রা হাসি মজা না করতে পারলেও এই ভিডিও দেখে বেশ মজা নিয়েছেন নেটিজেন রা।
বন্ধুর বিয়েতে মজা করতে এসে যে এরকম নাজেহাল হতে হবে কখনও কল্পনাও করতে পারেননি বরের বন্ধুরা।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

রিয়া দুয়ারী