বাহক নিউজ় ব্যুরো: এক বৃদ্ধার হাতে বিশালাকার হাতি খাবার খেল, সেই ভিডিও তোলপাড় করে দিল সোশ্যাল মিডিয়াকে। নেটিজেনদের এতই পছন্দ হয়েছে যে, ভাইরাল হয়ে গেল সেই ভিডিও। নেটিজেনরা বিভিন্নভাবে নিজেদের মত প্রকাশ করলেন। উল্লেখ্য, এই ভিডিও বহুল পরিমাণে মানুষ দেখেছে। কোনো কোনো ফেসবুক পেজে ৩০ সেকেন্ডের এই ভিডিও ২২ হাজারেরও বেশি মানুষ দেখেছে।
উল্লেখ্য, এই ভিডিও বৃদ্ধার বাড়ির প্রাঙ্গণেই রেকর্ড করা হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া গেছে যে, বৃদ্ধ মহিলা একটা বালতি থেকে এক ঢেলা খাবার তুলছে এবং হাতে তাল পাকিয়ে নিজের হাতে হাতিকে খাইয়ে দিল। এদিকে, হাতির অঙ্গিভঙ্গিতে এটা স্পষ্টরূপেই বুঝতে পারা যাচ্ছে যে, বৃদ্ধ মহিলার হাতে সেই খাবার খেয়ে হাতি খুবই আনন্দিত।
এই ভিডিও প্রকাশ্যে আসতেই বহু নেটিজেন আবেগপ্রবণ হয়ে গেছেন। ফলত, পোস্টে যেন হয়েছে কমেন্টের বৃষ্টি। কেউ লিখেছেন, “অমায়িক মহিলা এক অমায়িক বিশালাকার প্রাণীকে খাওয়াচ্ছে”। কেউ আবার লিখেছেন, “মায়ের ভালোবাসার কাছে অন্য সবকিছুই ম্লান”। কেউ আবার “বাঃ” বলে মন্তব্য করেছেন। সব মিলিয়ে বৃদ্ধার হাতে খাবার খাওয়ানোর এই ঘটনাকে সবাই খুব পছন্দ করেছেন।