বাহক নিউজ় ব্যুরো: KYC আপডেট না করলে সিম কার্ড ব্লক হয়ে যাবে। এমনই মেসেজ পেয়েছিলেন বৃদ্ধ, আর সেই মেসেজ দেখে সাইবার অপরাধীদের পেতে রাখা ফাঁদে পা দিতেই তিন তিনটে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৩ লাখ ৬২ হাজার টাকা গায়েব হয়ে গেল । এই ঘটনায় চন্দননগর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিত উত্তর পাড়ার বাসিন্দা প্রাক্তন রেলকর্মীর ৮০ বছরের ফাল্গুনী মুখোপাধ্যায় ।
২০০২ সালে তিনি চাকরি থেকে অবসর নেন । অবসরের কিছু টাকা তিনি উত্তরপাড়া তিনটে ব্যাংকে জমা রাখেন । অভিযোগ, ২৬ শে অক্টোবর তাঁর মোবাইলে একটি মেসেজ আসে । মেসেজে বলা হয় তার ভোডাফোন আইডিয়া সিম কার্ডটির KYC আপডেট করতে হবে, না হলে ব্লক হয়ে যাবে তার কার্ড । সেই মেসেজের নীচে একটি ফোন নাম্বার দেওয়া হয় ।
ফাল্গুনী বাবু ওই নাম্বারে ফোন করেন। তাঁকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয় তারপর ওই অ্যাপের মাধ্যমে 10 টাকা পাঠাতে বলা হয় । দীর্ঘ ১০ বছর ধরে অনলাইনে কেনাকাটা ও নানারকম কাজ করে আসছেন ফাল্গুনীবাবু। সাইবার অপরাধীদের ফাঁদ যে ওই অ্যাপেই পেতে রাখা আছে তা তিনি ভাবতে পারেননি। আর তার পরই তার দুটো রাষ্ট্রায়ত্ত ও একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৩ লাখ ৬২ হাজার টাকা সরিয়ে ফেলে প্রতারক। এদিকে টাকা ডেবিট হওয়ার কোন মেসেজ পাননি ফাল্গুনী মুখোপাধ্যায় । যখন তিনি জানতে পারেন ততক্ষণে তাঁর একাউন্ট ফাঁকা হয়ে গেছে।
এই ঘটনায় প্রথমে উত্তরপাড়া থানায়, পরে চন্দননগর পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন ফাল্গুনী মুখোপাধ্যায়। প্রসঙ্গত সাইবার বিশেষজ্ঞরা বারবার সাবধান করেছেন। চন্দননগর পুলিশের পক্ষ থেকে সাবধান করা হচ্ছে। সচেতনতার প্রচার করা হচ্ছে। কোনো অপরিচিত নাম্বার থেকে ভিডিও কল রিসিভ করতে না বলা হচ্ছে। যে কোন অ্যাপ যার সম্বন্ধে কোনো ধারণা নেই তা ব্যবহার করতে না করা হচ্ছে। অনলাইন কেনাকাটার ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি করতে বলা হচ্ছে। কিন্তু তারপরও এই ধরনের প্রতারণার ঘটনা ঘটেই চলেছে।