বাহক নিউজ় ব্যুরো : আজ টোকিও অলিম্পিক শেষ হচ্ছে। এবারের অলিম্পিক ভারতীয়দের জন্য একটু হলেও আলাদা। মূলত ছয়টি কারণে এবারের অলিম্পিক স্মরণীয়।
১.অদিতি অশোক, প্রথম ভারতীয় গলফার যিনি চার নম্বর স্থানে শেষ করে অল্পের জন্য অলিম্পিক পদক হারালেন। চারটে রাউণ্ডের মধ্যে তৃতীয় রাউন্ড পর্যন্ত ছিলেন দ্বিতীয় স্থানে।
২.কমলপ্রীত কৌড়। প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকের ডিসকাস থ্রোয়ের ফাইনালে দেখা গেল কমলপ্রীতকে। ৬৩.৭০ মিটারের দুর্দান্ত থ্রোয়ে রইলেন ষষ্ঠ স্থানে।
৩.ভারতীয় মহিলা হকি দল। প্রথমবার সেমিফাইনালে খেলল তারা। সবিতা, রানিদের লড়াইয়ের তারিফ করতে বাধ্য হল ব্রোঞ্জ জয়ী ইংল্যান্ড দল।
৪. ভারতীয় পুরুষ দল। হঠাৎ করেই পিছনের সারিতে চলে গিয়েছিল একসময়কার সেরা দলটা। এবার ৪১ বছর পর আবার সেমিফাইনালে উঠল তারা, জিতল ব্রোঞ্জপদকও।
৫.ভারতীয় রিলে টিম। আনাস, নির্মল, জ্যাকব, নাগানাথনদের টিমটা এবার ৪০০*৪ মিটারের ফাইনালে উঠতে পারেনি ঠিকই, তবে ভেঙে দিয়েছে সর্বকালীন এশিয়ান রেকর্ড। কোয়ালিফাই রাউন্ডে ফোর্থ হয়েছে তারা।
৬. এবং অবশ্যই, নীরজ চোপড়া। নীরজ চোপড়াই প্রথম ভারতীয় যে অলিম্পিক অ্যাথলেটিক্সে পদক জিতল। মিলখা সিং, পিটি উষাদের অধরা স্বপ্নপূরণ করল হরিয়ানার কৃষক পরিবারের ছেলেটা।
Published on Sunday, 8 August 2021, 10:59 am | Last Updated on Sunday, 8 August 2021, 10:59 am by Bahok Desk









