বাহক নিউজ় ব্যুরো: লক্ষ্মী পূজার দিনে মায়ের হাতে খুন সদ্যোজাত কন্যা সন্তান। বুধবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে গেল খাস কলকাতায় ।ইতিমধ্যে একবালপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।তবে খুনের কারণ নিয়ে দ্বন্দ্ব রয়েছে। বাবা নাকি মা সদ্যোজাতকে কে খুন করেছে তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।
নার্সিংহোম সূত্রে খবর ১৮ তারিখ প্রসব যন্ত্রণা নিয়ে একবালপুর এর একটি নার্সিংহোমে ভর্তি হন লাভলি সিং। বয়স ২১ বছর । পরের দিন অর্থাৎ ১৯ তারিখ সন্ধ্যায় তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। রাত সাড়ে বারোটা পর্যন্ত সুস্থই ছিল সদ্যোজাত। বুধবার সকালে আয়া অঞ্জুবিবি এসে দেখেন সদ্যোজাত কন্যা সন্তানটি মৃত অবস্থায় হাসপাতালের বেডে পড়ে আছে। তিনি সঙ্গে সঙ্গে নার্সিংহোম কর্তৃপক্ষ জানান। পরীক্ষা করে দেখা যায় শিশুটির মৃত্যু হয়েছে। এরপর তাদের তরফেই পুলিশকে খবর দেওয়া হয়। সদ্যজাতের ময়না তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশ ও চিকিৎসকদের ধারণা শ্বাসরোধ করে শিশুকে হত্যা করা হয়েছে । তার নাকে আঘাতের চিহ্ন রয়েছে। এমনকি কন্যা সন্তানের জন্মের পর থেকে লাভলীর মুখে হাসি দেখতে পাননি নার্সিংহোমের কোনো সদস্য। যা একেবারেই অস্বাভাবিক। প্রথম সন্তান মেয়ে হওয়ায় শ্বশুরবাড়ির তরফে লাভলীকে কোনো চাপ দেওয়া হচ্ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ । সেই অশান্তিতেই লাভলী তার সন্তানকে হত্যা করলো কিনা তাও দেখা হচ্ছে।
আরও পড়ুন – ‘নির্ভয়া,সমাজের লক্ষী’,প্রকাশ্যে সব্যসাচীর নতুন ছবির পোস্টার
প্রসঙ্গত নার্সিংহোমে লাভলীর সঙ্গে একই কেবিনে ছিলেন তার স্বামী অজয় সিং। সন্তানের মৃত্যুর সময় তিনি কোথায় ছিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে। লাভলি নাকি অজয় কে খুন করল সদ্যোজাতকে তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগ দায়ের হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ