বাহক নিউজ় ব্যুরো: ‘অ্যাকশন হিরো’তে নয়া অবতারে দেখা দেবেন আয়ুষ্মান খুরানা। আনন্দ এল রাই ও ভূষণ কুমারের যুগলবন্দীতে আসতে চলেছে এই ছবি, যার টীজার প্রকাশ করা হল শনিবার। এর আগে আয়ুষ্মান ও আনন্দ ‘শুভ মঙ্গল সাবধান’ এর ফ্র্যাঞ্চাইজিতে একসাথে দুটো ছবিতে কাজ করেছেন। এবার টি সিরিজের ভূষণ কুমার এই ছবির প্রযোজক। ছবিটির পরিচালকের দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ আইয়ার।
ছবির একটি টীজার পোস্ট করেছেন আয়ুষ্মান। টুইটার ও অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে ছবির বিষয়ে বিস্তারিত ভাবে বলতে গিয়ে তিনি লিখেছেন, “এই ব্যাপারটাই সমস্যার। আমি লড়াইয়ের অভিনয় ভালো পারি, কিন্তু লড়াই পারি না। আরো একবার ছকভাঙা একটি গল্প আমরা বলবো। ফের একবার আনন্দ এল রাই ও ভূষণ কুমারের সাথে কাজ করতে চলেছি। ‘অ্যাকশন হিরো’ ভীষণ স্পেশাল একটি প্রোজেক্ট। ছবিটি পরিচালনা করছেন অনিরুদ্ধ আইয়ার।”
আয়ুষ্মান বরাবরই একটু অন্যধারার ছবিতে কাজ করে এসেছেন। যেসব ছবিতে গল্পই হবে ‘হিরো’। বরাবরই ছকভাঙা রাস্তায় হাঁটতে চেয়েছিলেন তিনি। বোঝাতে চেয়েছিলেন মানুষ আসলে একটা ভালো গল্প শুনতে চায়। এরপর ‘ভিকি ডোনার’, ‘বাধাই হো’, ‘আন্ধাধুন’, ইত্যাদি একের পর এক সিনেমার মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। ‘অ্যাকশন হিরো’ও যে তেমনই এক ছবি, টীজার ইতিমধ্যেই তা বলছে।
একটি রিয়ালিটি শো থেকে টেলিভিশন জগতে নিজের যাত্রা শুরু করেন আয়ুষ্মান। ভালৈ গান গাওয়ার পাশাপাশি বাজাতে পারেন বিভিন্ন বাদ্যযন্ত্র। এরপর ছবির জগতে পা দিয়ে উপহার দেন নতুন জঁরের সিনেমা, দর্শকরা যার নাম দিয়েছে ‘আয়ুষ্মান টাইপ ছবি’।