Pak-India Cross-Border Love Story
Pak-India Cross-Border Love Story: ফের প্রেমের টানে কাঁটা তার টপকে এলেন পাক তরুণী! কলকাতার যুবকের প্রেমে পড়েছেন তিনি! জানুন কবে বিয়ে করছে, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: কলকাতার যুবককে বিয়ে করতে ভারতে এলেন পাক তরুণী। সামনেই বিয়ে। বিয়ে হবে কলকাতায়। পাক তরুণীর নাম জাভারিয়া খান্নাম (Javeria Khanum)। তিনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা। আতারি-ওয়াঘা সীমান্ত দিয়ে তিনি ভারতে প্রবেশ করেন। ৪৫ দিনের ভিসা নিয়ে তিনি ভারতে এসেছেন বলে খবর। (Pak-India Cross-Border Love Story)

কিভাবে স্বাগত জানানো হলো তরুণী জাভারিয়াকে (Javeria Khanum)?

যুবক সমীর খান (Sameer Khan) আসলে পাঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দা। কিন্তু তিনি কলকাতায় থাকেন। সীমান্তে প্রেমিকাকে আনতে গিয়েছিলেন কলকাতার যুবক সমীর খান (Sameer Khan)। তাঁর বাবা আহমেদ কমল খানও গিয়েছিলেন। সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি। সূত্রের খবর, ওই পাক তরুণী তাঁর ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারেন।ওই তরুণী বলেন, “পাঁচ বছর অপেক্ষা করছিলাম। ৪৫ দিনের ভিসা পেয়েছি। খুব খুশি। সকলের ভালোবাসা পাচ্ছি।” যুবক বলেন, স্বপ্ন পূরণ হল। কলকাতায় বিয়ে হবে। খুব খুশি তারা। রীতিমতো বাজনা বাজিয়ে সীমান্তে ওই তরুণীকে স্বাগত জানান সকলে। (Sameer Khan Javeria Khanum Love story)

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

Pak-India Cross-Border Love Story
Pak-India Cross-Border Love Story: ফের প্রেমের টানে কাঁটা তার টপকে এলেন পাক তরুণী! কলকাতার যুবকের প্রেমে পড়েছেন তিনি! জানুন কবে বিয়ে করছে, গ্রাফিক্স: বাহক

তাদের বিয়ে কবে ঠিক করা হল?

কলকাতার যুবকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন পাক তরুণী। শোনা যাচ্ছে জানুয়ারি মাসে তাঁদের বিয়ে হওয়ার কথা রয়েছে। তবে বিয়ের অনুষ্ঠান কলকাতায় হবে। পাঞ্জাবের এক সাংবাদিক জানিয়েছেন, গত পাঁচ বছর ধরে তাঁদের মধ্যে সম্পর্ক। ২০২৪ সালের প্রথমেই তাঁরা বিয়ে করবেন। ভারতের বধূ হবেন তিনি। ইসলামির রীতি মেনেই বিয়ে হবে বলে খবর। ক্রস-বর্ডার প্রেমের এই গল্পই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তরুণীকে নিয়ে আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে আসেন তাঁর বাবা আহমেদ কামাল খান ইউসুফজাই। প্রথম দিকে ভিসা সংক্রান্ত কিছু সমস্যা তাদের হয়েছিল। পরে সেটা মিটে যায়। আপাতত তাঁরা কলকাতায় বিমানে আসবেন বলে খবর। দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয় বারে বারেই। তবে এদিনের ঘটনা যেন অন্যরকম। পাকিস্তানি তরুণী বলেন, “পাঁচ বছর ধরে অপেক্ষা করছিলাম। এদিকে ওই যুবকের পরিবার অত্যন্ত খুশির সঙ্গে ওই তরুণীতে সাদরে গ্রহণ করেন।” (Sameer Khan Javeria Khanum Love story)

ISRO Chandrayaan-3 Update: ‘ঘরের দুয়ারে’ ISRO-র চন্দ্রযানের-৩-এর অংশ! কীভাবে? জানুন তীব্র সংঘর্ষ এড়িয়ে ‘পড়শি’ কক্ষপথ থেকে ফিরে আসার কাহিনী

 

 

 

Optical Illusion : হাজার হাজার ফুল এবং পাতার মাঝে লুকিয়ে আছে একটি ব্যাগ। আপনি পাচ্ছেন দেখতে? 

 

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)