Bahok News Bureau: দীর্ঘ কয়েকমাসের টানাপোড়েনের পর এবার আফগান – পাক দ্বন্দ্ব ঘিরে, আফগানি শরণার্থী শিবিরকে নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হলো পাকিস্থান(Pakistan )। যার ফলে চরম বিপদের সম্মুখীন শরণার্থীরা।নথিভুক্তি বিহীন শরণার্থীদের কাছ থেকে ৮৩০ ডলার জরিমানা নিচ্ছে পাকিস্তান। পাকিস্তানে যারা ভিসা ছাড়া বসবাস করছেন, দেশত্যাগের সময় তাদের কাছ থেকে জরিমানা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

প্রায় ১৭ লক্ষ ৩০ হাজার আফগান(afghan) শরণার্থীকে আগামী নভেম্বরের মধ্যে দেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে পাক সরকার।প্রথমে পাকিস্তান সরকার দেশে বাসরত অবৈধ আফগান শরণার্থীদের ১ নভেম্বরের মধ্যে দেশ ছেড়ে চলে যেতে বলেছিল।তারা বলেছিল, যারা সময়সীমার মধ্যে দেশ ছাড়বে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাতে এই সমস্যার পরে অনেক অবৈধ আফগান শরণার্থী(refugees) পাকিস্তান(pakistan) ছেড়ে চলে যান। কিন্তু যারা দেশ ছাড়েনি তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেবে পাকিস্তান। যদিও,আপাতত ৩১ ডিসেম্বর পর্যন্ত ওই সিদ্ধান্ত স্থগিত রাখা দিয়েছে বালুচিস্তান প্রদেশের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী জান আচাকজাই । আপাতত তাদের শর্ত গুলি হলো –

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

১.যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরও এ ফি দিতে হবে।
২.ভিসার মেয়াদ শেষ হওয়ার পর থেকে তারা যতদিন পাকিস্তানে (Pakistan ) অবস্থান করেছেন, সেই অতিরিক্ত দিনগুলো হিসাব করে তাদের কাছ থেকে ফি নেওয়া হবে।
৩.যারা আফগানিস্তানে ফিরে যাচ্ছেন তারা এ জরিমানার আওতামুক্ত থাকবেন।

কেন এই দ্বন্দ্ব?

৭০’ দশকের শেষে সোভিয়েত ইউনিয়ন ( USSR)আফগানিস্তান দখল করার পরে সে দেশের বহু বাসিন্দা চলে আসেন পাকিস্তানে। এঁদের অনেকেই কয়েক প্রজন্ম ধরে পাকিস্তানে বসবাস করলেও বৈধ নাগরিকত্ব (citizenship)পাননি।তারা অভিযোগ জানাচ্ছেন, পাকিস্তানের (Pakistan ) জটিল প্রশাসনিক এবং আইনি প্রক্রিয়ার কারণেই তা সম্ভব হয়নি। পরিসংখ্যান-মতে, সেখানে প্রায় চল্লিশ লক্ষ আফগান বাস করেন, যার মধ্যে প্রায় ১৭ লক্ষ আফগানকে অবৈধ শরণার্থী হিসাবে গণ্য করছে পাক সরকার। ২০২১ সালে তালিবানরা যখন আবার আফগানিস্তান দখল করে, তখনও অন্তত ৬ থেকে ৮ লক্ষ আফগান শরণার্থী হয়ে আসেন পাকিস্তানে।

কেন হঠাৎ পাকিস্তান সরকারের এই নির্দেশ?

তাদের মতে, মূলত নিজেদের অর্থনৈতিক এবং রাষ্ট্রীয় নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত। আফগানদের বিরুদ্ধে লুটতরাজ, মাদক পাচারের মতো সংগঠিত অপরাধ এবং সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এ বছর এখনও পর্যন্ত সেখানে যে চব্বিশটি আত্মঘাতী হামলা হয়, তার চোদ্দোটিতেই যুক্ত ছিলেন এই অবৈধ শরণার্থীরা। পাকিস্তানের দাবি, ও দেশে সন্ত্রাসবাদী হামলার নেপথ্যে রয়েছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান-এর মতো জঙ্গিগোষ্ঠী, যাদের নিরাপদ আশ্রয় দিয়ে আসছে প্রতিবেশী রাষ্ট্রের তালিবান সরকার। এবং এই কারণে দু’দেশের সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠছে। এমনকি পাক জনগণের চাকরি ‘চুরি’করছে আফগানরা এমন ও প্রমাণ মিলেছে।পাকিস্তান সরকার অবৈধ আফগান নাগরিকদের গ্রেফতার ও বহিষ্কার করছে। এখনও পর্যন্ত আড়াই লক্ষের বেশি আফগান পাকিস্তান ছেড়েছে। চমন বা তোরখাম সীমান্ত দিয়ে ৮০ হাজার আফগান নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।
আচাকজাই বলেছেন, বালুচিস্তান সরকার এ পর্যন্ত আফগান নাগরিকদের প্রায় ১ লক্ষ জাল পরিচয়পত্র বাতিল করেছে এবং সিন্ধে আরও ২০ হাজার বাতিল করা হয়েছে। বৈধ আফগান শরণার্থীদের পিওআর (POR) কার্ডের মেয়াদ গত ৩০ জুন শেষ হয়েছে। এখন আফগান শরণার্থীরা তাদের পিওআর কার্ডের মেয়াদ বাড়াতে পারবেন।
তাদের আশা, প্রায় কুড়ি লক্ষ আফগান নির্বাসিত হলে, দেশে বেকারত্ব যেমন হ্রাস পাবে, তেমনই ঘুরে দাঁড়াবে অর্থনীতি। তাই নিজের রাষ্ট্রের হাল ফেরাতেই “হাল” ধরেছে পাক সরকার।

পাক – সিদ্ধান্ত কি আদৌ বাস্তবায়িত হতে পারবে?

বর্তমানে আফগানিস্তানের আর্থিক অবস্থা চরম সংকটে, তার ওপর সাম্প্রতিক ভূমিকম্পে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। এই অবস্থায় এত মানুষ সে দেশে ফিরে গেলে সকলের অন্ন ও কর্মসংস্থান জোটানো যে খুব সহজ হবে না সে কথা তো বলাই বাহুল্য । এতে রাষ্ট্রের নিজস্ব ভারসাম্য ও বিঘ্নিত হবে।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

অন্যদিকে,মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এখনও তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক মহল। তাই রাষ্ট্রপুঞ্জ থেকে শুরু করে বহু মানবাধিকার সংস্থা, এমনকি পশ্চিমি রাষ্ট্রগুলি পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছে। কিন্তু পাকিস্তান তাদের সিদ্ধান্তে অবিচল। আগামী ফেব্রুয়ারিতে সেখানে সাধারণ নির্বাচন। আপাতত তদারকি সরকারের নিয়ন্ত্রণে থাকা দেশটিতে আফগান বিতাড়নের এই সিদ্ধান্তের নেপথ্যে হয়তো পাক সেনাবাহিনী।
প্রসঙ্গত, ২০২১ সালে তালিবান যখন আফগানিস্তানে ফের ক্ষমতা দখল করে, তখন সেটা মূলত পাক সামরিক জয় হিসাবে দেখা হয়েছিল। আর এখন, আফগানদের মাধ্যমে তালিবান সরকারের উপরে কূটনৈতিক চাপ সৃষ্টি করার চেষ্টা করছে পাকিস্তান।

আরও পড়ুন:Rahul Gandhi Panauti Remarks PM Modi: ‘পনৌতি’, ‘পকেটমার’ বলে বিপাকে রাহুল গান্ধী! মিলল নির্বাচন কমিশনের নোটিশ, পাল্টা জবাব কংগ্রেস নেত্রীর

 

আরও পড়ুন: Indian Student Shot Dead: ‘পৃথিবী বদলে দেওয়ার ক্ষমতা ছিল!’, ফের আমেরিকায় খুন ভারতীয় phd ছাত্র, গাড়ির অন্দরে মিলল গুলিবিদ্ধ দেহ

 

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)