বাহক নিউজ় ব্যুরো: রহস্যের গল্প আমাদের বরাবর বেশী টানে আর সেই রহস্যের জাল আরো জটিল হয় পাহাড়ি পরিবেশ। এবার এমনই এক জটিল কাহিনী নিয়ে আসছে পরমব্রত চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তী অভিনীত ‘অন্তর্ধান‘। আগামী ১০ ই ডিসেম্বর অরিন্দম ভট্টাচার্য পরিচালনায় মুক্তি পাচ্ছে এই ছবিটি।
এই ছবিটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। হিমাচল প্রদেশের কসৌলে এই ছবির শুটিং হয়েছে। ক্লাস এইটের ছোট্ট মেয়ে জিনিয়াকে নিয়ে তৈরী এই গল্পের প্লট। জিনিয়ার চরিত্রে অভিনয় করছেন মোহর চৌধুরী।
ছোট্ট জিনিয়া মা-বাবার সাথে থাকে হিমাচল প্রদেশে। জিনিয়ার মা-বাবার চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত ও তনুশ্রী। সুখী এই পরিবারের জীবনে নেমে আসে হঠাৎ বিপর্যয়। অপহরণ হয়ে যায় জিনিয়া, আর তার এই অন্তর্ধান রহস্যকে ঘিরেই এগিয়েছে ছবির গল্প।
আরও পড়ুন – ফের একবার ছকভাঙা গল্প নিয়ে আসছেন ‘অ্যাকশন হিরো’ আয়ুষ্মান
এই ছবিতে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মমতা শংকর। পরম ও তনুশ্রীর প্রতিবেশীর চরিত্রে অভিনয় করছেন তিনি। এই সিনেমায় আরো দুই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন হর্ষ ছায়া ও রজতাভ দত্ত। রজতাভ দত্ত রয়েছেন পুলিশের চরিত্রে।
এর আগে ‘অন্তর্লীন’ ও ‘ফ্ল্যাট নং ৬০৯’ ছবি তৈরী করেছেন পরিচালক অরিন্দম। তিনি নিজে যেমন গোয়েন্দা গল্পের ভক্ত তেমনি বাঙালী দর্শকও যে গোয়েন্দা গল্পের প্রতি আলাদা টান রয়েছে তাও তিনি ভালোমতো জানেন। বাংলা সাহিত্যের পরিচিত গোয়ান্দারা বরাবর উঠে এসেছেন সিনেমার পর্দায়, ফেলুদা থেকে মিতিনমাসি দর্শকদের যথেষ্ট প্রিয় । কিন্তু সেই পরিচিত পথে না হেঁটে এবার দর্শকদের একটু অন্যরকম গল্প উপহার দিতে চলেছেন পরিচালক।