
Table of Contents
Bahok News Bureau : আজ অর্থাৎ চলতি বছরের ১৩ই ডিসেম্বর লোকসভার শীতকালীন অধিবেশন চলাকালীন ঘটে গেলো তুলকালাম কাণ্ড। ভরা সংসদ ভবনে (Parliament Building) দর্শকাসন থেকে ২ জন দিল ঝাঁপ। জানা গেছে, জুতো থেকে বিশেষ কোনো রাসায়নিক বের করে তা স্প্রে করে চারদিক ধোঁয়ায় ভরিয়ে দিয়ে তারা ঝাঁপ দেন। ইতিমধ্যেই ৪ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনার জেরে দুপুর ২টো পর্যন্ত সংসদের অধিবেশন স্থগিত করে দেওয়া হয়েছে। আসুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে বিস্তারিত। (Parliament Attack-Security Breach)
কী ঘটেছিল? (Parliament Attack 2023)
আজ লোকসভায় শীতকালীন অধিবেশন চলছিল। বক্তৃতা দিচ্ছিলেন সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu)। আর হঠাতই দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি গ্যালারি থেকে ‘তানাশাহি নেহি চলেগা’ স্লোগান দিতে দিতে লাফিয়ে নেমে পড়ে নীচে, যেখাানে সাংসদরা বসেন। এই স্লোগানের অর্থ, “স্বৈরতন্ত্র চলবে না”। এরপর আতঙ্কিত সাংসদদের মধ্য দিয়েই একের পর এক টেবিল টপকে তারা চলে আসে ওয়েলে। সেখানে দুটি ক্যান ছুড়ে মারে তারা। সেই ক্যানগুলি থেকে মুহূর্তের মধ্যে হলুদ রঙের ধোঁয়ায় ছেয়ে যায় সংসদ ভবন।
এরপর সঙ্গে সঙ্গে মুলতবি করে দেওয়া হয় সভার কাজ। সাংসদদের মধ্যে লোকসভা কক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে আসার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। সংসদের দায়িত্বে থাকা ‘ওয়াচ অ্যান্ড ওয়ার্ড’ নিরাপত্তাকর্মীরা দুই তরুণকে পাকড়াও করতে দেরি করেননি। সংসদ ভবনের বাইরে থেকেও দুজনকে আটক করা হয়েছে। তাঁদের একজন নারী। এই চারজনই এক গোষ্ঠীর কি না, পুলিশ তা খতিয়ে দেখছে। বুধবার দুপুর দেড়টা নাগাদ ঘটা এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে গোটা সংসদ ভবনে। সূত্রের খবর, সংসদ ভবনের বাইরেও একই কাণ্ড ঘটিয়েছে কয়েকজন। তাদের উদ্দেশ্য এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

প্রশ্ন উঠল নিরাপত্তায়:
ঘটনার জেরে সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গেছে, পুলিশ যে ৪ জনকে হেফাজতে নিয়েছে তাদের নাম সাগর শর্মা মনোরঞ্জন, এমন এবং নীলম। জানা গেছে তারা মহারাষ্ট্র (Maharashtra) ও হরিয়ানার (Hariyana) বাসিন্দা। লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla) জানিয়েছেন, ওই ধোঁয়া কোনো বিষাক্ত গ্যাস নয়। ঠিক কী কারণে সংসদে ঢুকে তারা এই কাজ করল, তা এখনও জানা যায়নি। সম্ভবত কোনো একটি বিষয নিয়ে বিক্ষোভ দেখাতে এই কাজ করলেন তারা। সাধারণত, লোকসভার গ্যালারিতে প্রবেশের আগে কড়া চেকিং চলে। তার মধ্যে কীকরে স্মোক বম্ব নিয়ে ওই দুই যুবক সংসদের ভিতরে প্রবেশ করলো তা নিয়ে উঠছে প্রশ্ন। (Parliament Attack-Security Breach)
সংসদ অ্যাটেক ২০০১: (Parliament Attack 2001)
উল্লেখ্য, আজ শুক্রবার (আজ কুই-খ্যাত সংসদর সংসদ অ্যাটাক) ২২। ২০০১ সালের ১৩ই ডিসেম্বর আচমকা নিরাপত্তা বেষ্টনী মহিলার সংসদ ভবনের ভিতরে পড়েছিল ৫ জন সস্ত্রীক দুষ্কৃতী। অধিবেশন প্রক্রিয়া তারা এলোপাথাড়ি শুরু করতে শুরু করে। সেই লড়াইয়ের মৃত্যু হয়েছিল ৬জন আধিকারিক, সংসদের ২ নিরাপত্তার মালিক এবং বাগানের একজন। নিরাপত্তারক্ষীদের পাল্টা লড়াইয়ে মৃত্যু হয়েছিল ৫ জন দুষ্কৃতির। সাংসদদের অনেক মনেই ফিরে আসে সেই ২০০১ সদস্য সংসদ ভবনের সেই প্রতীক স্মৃতি।
রইল ভিডিও-
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।