
Table of Contents
Bahok News Bureau : সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘনের (Parliament Security Breach) কারণে উত্তাল গোটা দেশ। চলতি বছরের সেপ্টেম্বরে শুরু হয়েছিল নতুন ভবনে অধিবেশন। আর উদ্বোধনের ২০০ দিন পেরনোর আগেই নয়া সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠলো প্রশ্ন। সংসদে স্মোক বম্ব হামলার পরেই বদল আনা হলো নিরাপত্তাবিধিতে। সাসপেন্ড করা হল ৮ জন নিরাপত্তারক্ষীকে। সংসদে স্মোক বম্ব নিয়ে হামলায় তদন্ত শুরু হতেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার এই ঘটনার মূল পরিকল্পনাকারী ললিত ঝা (Lalit Jha) সহ আরো এক অভিযুক্ত আত্মসমর্পণ করেন, যার নাম মহেশ শর্মা (Mahesh Sharma)। এই ঘটনায় মহেশেরও সামিল হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই পরিকল্পনায় আসে বদল। আসুন জেনে নেওয়া পরিকল্পনা বদলের পিছনের কারণ কি ছিল?
পরিকল্পনার বদল ঘটলো কেনো?
আসলে পরিকল্পনাটি বদলানো হয়েছিল কারণ, সংসদে ঘটনা ঘটিয়ে পলাতক হওয়ার পর সেই আসামিদের আশ্রয় দেওয়ার ব্যবস্থা কে করবে, এই প্রশ্ন উঠতেই ঠিক করা হয় যে, মহেশ নাগৌরে থাকবে। ঘটনাটি ঘটিয়ে যখন আসামিরা পলাতক হবে, তখন মহেশ তাদের থাকার ব্যবস্থা করে দেবে, যার পরে মহেশের দিল্লি (Delhi) সফর বাতিল করা হয়েছিল। এরপর ললিত গত ১৩ই ডিসেম্বর রাত ১০ টায় দিল্লি থেকে নাগৌরে পৌঁছলে মহেশ তার জন্য হোটেলে থাকার ব্যবস্থা করে। তারপর যখন তারা বুঝতে পারে যে পুলিশ তাদের খুঁজছে, তারা নাগৌর থেকে দিল্লিতে এসে থানায় আত্মসমর্পণ করে।
সূত্রের খবর
সূত্র অনুযায়ী, শুধু মহেশ নয় সহযোগিতায় ছিল কৈলাস (Kailash), যিনি মহেশের খুড়তুতো ভাই। গত ১৩ই ডিসেম্বর যখন ললিত ঝা পলাতক হন, তখন তিনি মহেশ এবং কৈলাসের সাথে সরাসরি যোগাযোগ করেছিলেন। মহেশই তখন ললিত ঝাকে লুকানোর জন্য একটি ঘর দিয়েছিলেন। সমস্ত মোবাইল ফোন গায়েব করার পিছনে মহেশ ও কৈলাশের ভূমিকা সন্দেহজনক বলে মনে করা হচ্ছে। হারিয়ে যাওয়া ফোনের বিষয়ে তাদের দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ললিত ঝা পুলিশকে বলেছিলেন যে, তিনি ক্রমাগত নিউজ চ্যানেলগুলি দেখছিলেন, যার মাধ্যমে তিনি পুলিশের প্রতিটি গতিবিধির তথ্য পেয়েছিলেন। এই ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৯ জনকে। আগামীদিনে সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘনের (Parliament Security Breach) এই ঘটনার থেকে আর কি কি তথ্য প্রকাশ্যে আসে এখন তা দেখার বিষয়।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Friday, 15 December 2023, 2:25 pm | Last Updated on Friday, 15 December 2023, 2:26 pm by Bahok Desk








