বাহক নিউজ ব্যুরো: মন্ত্রিত্ব খোয়ালেন পার্থ চট্টোপাধ্যায়। অবশেষে তিন দফতর থেকেই সরিয়ে দেওয়া হল মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। শিল্প, পরিষদীয় এবং পার্থর হাতে থাকা সব দফতর ছিনিয়ে নেওয়া হল। আপাতত এই তিন বিভাগ দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতেই পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দেয় ইডি। দফায় দফায় চলতে থাকে জেরা। চূড়ান্ত নাটকীয় পরিস্থিতির মধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের নাম সামনে আসে। অর্পিতার টালিগঞ্জের ডায়মন্ড প্লাজার ফ্ল্যাটে তল্লাশি শুরু করতেই কেঁচো খুঁড়তে কেউটে প্রকাশ্যে আসে। উদ্ধার হয় ২১ কোটি ৭০ লক্ষ টাকা। পাহাড় প্রমাণ টাকার সঙ্গেই সোনা, ডলার, কোটি কোটি মূল্যের সম্পত্তির হদিশ পায় ইডি। গ্রেফতার করা হয় পার্থ, অর্পিতাকে। বিতর্কের মধ্যেই চলে পার্থকে নিয়ে চিকিৎসার টানাপড়েন। এসএসকেএম না ভুবনেশ্বর এইমস, কোথায় চিকিৎসা! এই প্রশ্নের মধ্যেই কলকাতা হাইকোর্টের রায়ে এয়ার অ্যাম্বুলেন্সে পার্থকে ভুবনেশ্বরের এইমসে নিয়ে যাওয়া হয়। পরীক্ষার পরে, ফের ফিরিয়ে আনা হয় কলকাতায়। একাধিক জেলায়, বোলপুরে বহু বাড়ি, ফ্ল্যাটের খোঁজ পাওয়ার পরে, বুধবার বিকেলে বেলঘরিয়ায় পার্থর বান্ধবীর ফ্ল্যাটে তল্লাশি শুরু করে ইডি। ফের শুরু হয় নাটকীয় পরিস্থিতি। দফায় দফায় উদ্ধার হয় ৩ কেজির বেশি সোনা। ২৭ কোটি ৯০ লক্ষ টাকা নগদ। রুপোর কয়েন সহ বিপুল সম্পত্তি। এরপরেই একে একে উঠে আসে বিভিন্ন নাম। অধ্যাপক মোনালিসা দাস-সহ পার্থ চট্টোপাধ্যায়ের একাধিক বান্ধবীর খোঁজ শুরু করেছেন ইডি গোয়েন্দারা। এর মধ্যেই বৃহস্পতিবার অভিযুক্ত অর্পিতা দাবি করেন, নিজের নামের ফ্ল্যাটে টাকা রাখতেন পার্থ। মন্ত্রীর কর্মীরা অর্পিতার ফ্ল্যাটে টাকা রেখে যেত বলে দাবি করেন তিনি।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

 

Published on Thursday, 28 July 2022, 4:11 pm | Last Updated on Saturday, 30 July 2022, 1:49 pm by Bahok Desk