বাহক নিউজ ব্যুরো: গত মঙ্গলবারে বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গাড়ি পাঠানোর পরে প্রশ্ন উঠতে শুরু করেছিল যে, পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রিত্ব (Ministry) ছাড়ছেন কিনা। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে যদিও বুধবারে জানান যে, তিনি মন্ত্রিত্ব (Ministry) ছাড়ছেন না। অপরদিকে, ‘জাগো বাংলা’ (Jago Bangla) পত্রিকায় আবার পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নামের পাশ দেখা গেল না ‘মন্ত্রী’ শব্দটি (Partha’s Name Without Minister Word) । যার ফলে, আরও জল্পনার সূত্রপাত ঘটল।
আরও পড়ুন: দ্রৌপদী মুর্মু: সাধারণ দরিদ্র পরিবার থেকে উঠে আসা এক নারীর যুদ্ধকথা
চলতি সপ্তাহে বুধবারে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) ইএসআই হাসপাতালে (ESI Hospital) নিয়ে যাওয়া হচ্ছিল স্বাস্থ্য পরীক্ষা (Health Check Up) করানোর জন্য। হাসপাতালে (Hospital) প্রবেশ করার সময়ে সাংবাদিকরা তাঁকে জখন জিজ্ঞাসা করেন, মন্ত্রিত্ব ছাড়ার (Leaving Ministry) ব্যাপারে তিনি কী ভাবছেন, তখন তিনি সটান পাল্টা প্রশ্ন করলেন, “কী কারণে?” এই অবস্থায় রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, তিনি বোঝাতে চেয়েছেন যে, মন্ত্রিত্ব (Ministry) ছাড়ার আপাতত তাঁর কোনো সদিচ্ছা নেই।
আরও পড়ুন: পার্থ পাঠিয়ে দিলেন বিধানসভার গাড়ি, তুঙ্গে জল্পনা
অপরদিকে, ‘জাগো বাংলা’ (Jago Bangla) পত্রিকা একটু অন্যই ইঙ্গিত দিতে দেখা গেল। এই পত্রিকা রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC) মুখপত্র। এই মুখপত্রেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে লেখা প্রতিবেদনে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নামের পাশে নেই ‘মন্ত্রী’ (Minister) শব্দটি (Name Without Minister Word)। যদিও, ওই একই পত্রিকায় প্রকাশিত একই পৃষ্ঠায় অরূপ বিশ্বাসের (Aroop Biswas) নামের পাশে ‘মন্ত্রী’ শব্দটি দেখা গেছে। উল্লেখ্য, তবে, এটা এখনও স্পষ্ট নয় যে, ইচ্ছাকৃতভাবে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নামের পাশ থেকে মন্ত্রী (Minister) শব্দটি সরানো হয়েছে? না কোনোরকমে ভুলবশত হয়েছে।