বাহক নিউজ় ব‍্যুরো: সিনেমার শুটিং চলাকালীন প্রপ হিসেবে ব্যবহার করা বন্দুকের গুলিতে প্রাণ হারালেন ছবির সিনেমাটোগ্রাফার বা চিত্রগ্রাহক। গুরুতর আহত ছবির পরিচালক। মার্কিন অভিনেতা অ্যালেক বল্ড‌উইনের হাতে ছিল সেই বন্দুক।

শুটিং সেট থেকে ছবির খলনায়ক এর দিকে তাক করে গুলি ছুঁড়ে ছিলেন অভিনেতা। নিউ মেক্সিকোর শুটিং সেটে সেই সময় চলছিল ‘রাস্ট’ ছবির শুটিং। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন অ্যালেক বল্ড‌উইন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

সান্তা ফে কাউন্টির শরীফ এক বিবৃতিতে জানিয়েছেন বল্ডউইন শুটিং এ ব্যবহৃত একটি বন্দুকের গুলি ফাঁকা জায়গায় চালান কিন্তু সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। চিত্রগ্রাহক গালিনা হাচিন্স গুলিতে আহত হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অন্যদিকে পরিচালক জোয়েল সুজা কে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়। তবে হাচিন্স হাসপাতালে পৌঁছলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে পরিচালক জোয়েল এর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বয়ান নিয়েছে পুলিশ। তদন্ত শুরু করা হয়েছে প্রযোজনার এক মুখপাত্র কথায় ‘এটি দুর্ঘটনা’।

বর্ষীয়ান অভিনেতা এলে অ্যালেক বল্ডউইন ভাবতেও পারেননি এমনটা হতে পারে। দুর্ঘটনার জেরে বন্ধ রয়েছে ছবির শুটিংয়ের কাজ । অভিনেতা বল্ড‌উইনের তরফে তার মুখপাত্র জানিয়েছেন সান্তা ফের মরুভূমিতে শুটিং চলছিল ছবির। অভিনেতা নিজেই প্রযোজক ছবির। শুটিংয়ে ব্যবহৃত বন্দুক থেকে হঠাৎ গুলি ছিটকে যায় । মোটামুটি দূরত্ব ছিলেন সিনেমাটোগ্রাফার এবং পরিচালক। ৬৩ বছরের বল্ডউইন এই ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন শেরিফের অফিসের বাইরে ।কোনো সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি তিনি।

আন্তর্জাতিক সিনেমাটোগ্রাফার গিল্ড নিশ্চিত করেছে মহিলা চিত্রগ্রাহক হাচিন্সের মৃত্যুর খবর। গিল্ডের প্রেসিডেন্ট জন লিন্ডলে জানিয়েছেন এখনো পুরো ঘটনা স্পষ্ট নয় আরও তথ্য জানার চেষ্টা চলছে। ফিল্ম সেটে অস্ত্রের ব্যবহার করতে হলে সাধারণত কঠোর আইন লাগু থাকে তবুও দুর্ঘটনা ঘটে যায় ।