PK Rosy Life Story, Age & Date of Birth: 'গদর' সিনেমার সাকিনার মতো পিকে রোজির কাহিনী, দাউ দাউ করে জ্বলেছিল বাড়ি, বিয়ে করতে হয়েছিল ট্রাক চালককে, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: গুগল ডুডল বানালো পিকে রোজি (PK Rosy)-এর ছবি। পিকে রোজি মালয়ালম সিনেমার প্রথম মহিলা অভিনেত্রী (the first female lead in Malayalam cinema) ছিলেন। গুগল ডুডলকে আজ তাঁর ১২০-তম জন্মদিন উপলক্ষ্যে ডুডল বানিয়ে শ্রদ্ধা প্রদর্শন করতে দেখা যায়। রোজির প্রকৃত নাম যদিও সবার অজানা। তাঁকে জীবনে একাধিক প্রতিকূল পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল। তাও তিনি দমে যাননি। ধৈর্য ও পরিশ্রমের দৌলতে নিজেকে মালয়ালম সিনেমার প্রথম মহিলা অভিনেতা হিসাবে তুলে ধরেন তিনি।

রোজির জীবনকাহিনী (Life Story of PK Rosy): 

রোজির অভিনয় পূর্ববর্তী জীবন (Pre-Acting Life): 

মালয়ালম অভিনেত্রী রোজির প্রকৃত নাম রাজাম্মা (Rajamma)। তিনি ১৯০৩ সালের ১০ই ফেব্রুয়ারি তারিখে তিরুবনন্তপুরমে (Thiruvananthapuram) জন্ম গ্রহণ করেছিলেন। রোজির বাবার অকালপ্রয়াণ সমস্যার পাহাড় চাপিয়ে দেয় রোজির পরিবারের উপরে। দরিদ্রতার অন্ধকারে ডুবে যায় তাঁর পরিবার। আর্থিকভাবে সহায়তা করার জন্য তিনি ঘাস কাটার কাজে নেমে পড়েন। তবে, পরবর্তীকালে খুবই কম বয়সে তিনি অভিনয় জগতের অংশ হয়ে পড়েন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

আরও পড়ুন:Teddy Day 2023 Date, History & Significance: টেডি ডে কবে? ইতিহাস ও বিভিন্ন রঙের টেডির তাৎপর্য

রোজির অভিনয় জীবন (Acting Career): 

কেরালার প্রথম নায়িকা ছিলেন পিকে রোজি। রোজির অভিনয় দক্ষতা পরখ করেছিলেন তাঁর কাকু। তবে তিনি যখন অভিনয় জগতের অংশ হন তখন সময়টা মেয়েদের অভিনয় করার অনুকূলে ছিল না। সেই সময়ে সিনেমায় মেয়েদের অভিনয় করার প্রচলন ছিল না এবং অভিনয়ে অংশগ্রহণ করা মেয়েদের ভালো চোখে দেখা হতো না। তিনি প্রথমবার পরিচালক জেসি ড্যানিয়েলের (JC Daniel) পরিচালনায় ‘বিগাথাকুমারাম’ (Vigathakumaran) তথা ‘দ্য লস্ট চাইল্ড’ (The Lost Child) সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেন। ১৯২৮ সালে সিনেমাটি মুক্তি পায়। এর সিনেমার মাধ্যমে তিনি দর্শকদের নিজের মানসিকতায় দ্বিতীয়বার ভাবতে বাধ্য করে দিয়েছিলেন।

PK Rosy Life Story, Age & Date of Birth: ‘গদর’ সিনেমার সাকিনার মতো পিকে রোজির কাহিনী, দাউ দাউ করে জ্বলেছিল বাড়ি, বিয়ে করতে হয়েছিল ট্রাক চালককে, গ্রাফিক্স: বাহক

যদিও, এই কাজ সহজ ছিল না। কিছু মানুষ রোজির সমর্থনে দাঁড়িয়েছিলেন ঠিকই। তবে, সিংহভাগ মানুষই তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। রোজি প্রথম দলিত অভিনেত্রী বলেও দাবি করা হয়। দাবি করা হয়, এই কারণেও তাঁকে প্রতিকূলতার মুখে পড়তে হয়েছিল। বিরোধিতার তীব্রতা এতটাই বেশি ছিল যে, উচ্চ বর্ণের মানুষেরা তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। এই অবস্থায় প্রাণে বাঁচতে রোজি কেরালা থেকে পালাতে বাধ্য হন। জীবনের এই অধ্যায়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গিয়ে তিনি লুকানোর সিদ্ধান্ত নেন। এই ট্রাক গেছিল তামিলনাড়ুর দিকে। পরবর্তীকালে রোজি সেই ট্রাক চালকের সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ‘রাজম্মল’ নাম ধারণ করে সেখানেই বসবাস করার সিদ্ধান্ত গ্রহণ করেন। ১৯৮৮ সালে অভিনেত্রী পিকে রোজি মারা যান।

আরও পড়ুন: Turkey Earthquake Death Count: তুর্কির ভুমিকম্পে মৃতের সংখ্যা ছাড়াল ১৭ হাজার, নিস্তব্ধ আর্তনাদের শিকার ‘তাঁবুর শহর’

রোজির অভিনয় পরবর্তী জীবন (Post-Acting Life):  

অভিনয় করার দরুন রোজিকে প্রবল সংঘর্ষের মুখে পড়তে হয়েছিল। অবশেষে তিনি পরিচয় লুকিয়ে জীবন অতিবাহিত করেছিলেন। তিনি নিজেকে এতটাই আড়ালে নিয়ে চলে গেছিলেন যে, গুগল তাঁর তেমন স্পষ্ট ছবি খুঁজে পায়নি। এক আবছা ছবি ব্যবহার করেই ডুডল পেশ করেছে গুগল।

গুগল ডুডলে রোজির ছবি (Google Doodle & PK Rosy):

অ্যানিমেটেড গুগল ডুডলে দেখতে পাওয়া যায়, ফিল্ম রিলের উপরে আঁকা গুগল লোগোর সামনে অভিনেত্রী রোজির একটি পোর্ট্রেট রয়েছে। সেই পোর্ট্রেটে তাঁকে শাড়ি পরিহিত অবস্থায় গোলাপ (Rose) ফুলে পরিবেষ্টিত থাকতে দেখা যায়।