
Table of Contents
Bahok News Bureau: পাঁচ রাজ্যে বিধানসভা ভোট, তার ঠিক আগে পিএম কিষাণের (PM Kisan) ১৫তম কিস্তি জারি করা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস।
দেশজুড়ে ভোটের আবহ চলছে। আগামীকাল অর্থাৎ ১৭ই নভেম্বর ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে এই দুটি রাজ্যে রয়েছে বিধানসভা ভোট (assembly elections in Chhattisgarh and Madhya Pradesh)। আর ভোটের ঠিক দুই দিন আগে গত বুধবার Pradhan Mantri Kisan Samman Nidhi প্রকল্পের ১৫ তম কিস্তি (pm kisan 15th installment) জারি করে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের ১৫-তম কিস্তির মাধ্যমে দেশের প্রায় ৮ কোটি কৃষকদের প্রত্যেককে ২ হাজার টাকা করে দেওয়া হতে চলেছে। তবে সরকারের এই কিস্তি জারি করার সিদ্ধান্ত ‘ইচ্ছে করে দেরি’ (Intentional delay) বলে দাবি করা হয়েছে কংগ্রেসের তরফে।
ঝাড়খণ্ডের খুন্তি থেকে পিএম কিষাণের ১৫তম কিস্তি ঘোষণা করলেন প্রধানমন্ত্রী
গত ১৫ই নভেম্বর ছিল বিরসা মুণ্ডা জয়ন্তী (Birsa Munda Jayanti)। এদিন ঝাড়খণ্ডের খুন্তি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) পিএম কিষাণের (PM-Kisan) ১৫তম কিস্তি দেওয়া শুরু করেন। তিনি এই টাকা ডিজিটালি পাঠিয়ে দেন, শুধুমাত্র একটা বাটনে ক্লিক করার মাধ্যমে। ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে দেশের ৮ কোটি কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা করে দেওয়া শুরু করেছে কেন্দ্রীয় সরকার। ১৫-তম কিস্তির মাধ্যমে ১৮ হাজার কোটি টাকা দেওয়া হবে দেশের ৮ কোটি কৃষককে।
২০১৯ সালে লঞ্চ করা হয় পিএম কিষাণ প্রকল্প
২০১৯ সালে লঞ্চ করা হয়েছিল Pradhan Mantri Kisan Samman Nidhi। এই স্কীমের আওতায় এখন ১৫ তম কিস্তি পেতে শুরু করেছে দেশের কৃষক। ১৪ তম কিস্তি পেয়েছিল চলতি বছরের জুলাই মাসে। ১৩ তম কিস্তির পাঁচ মাস পর ঢুকে ছিল ১৪ তম কিস্তি। প্রসঙ্গত, এই প্রকল্পের মাধ্যমে বার্ষিক ৬০০০ টাকা করে পায় কৃষক। এটি তিনটি কিস্তিতে মেটানো হয়। এপ্রিল থেকে জুলাই, অগাস্ট থেকে নভেম্বর এবং ডিসেম্বর থেকে মার্চের মধ্যে এই তিনটি কিস্তি জমা করা হয়।
১৫তম কিস্তি ‘ইচ্ছে করে দেরি করা’ হয়েছে, অভিযোগ কংগ্রেসের
তবে এই প্রকল্পের ১৫ তম কিস্তি দেরিতে জারি করা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। ১৫-তম কিস্তি জারি হওয়ার পরেই কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Congress leader Jairam Ramesh) ১৫ই নভেম্বর তারিখে এক্স হ্যান্ডেলে একটি টুইট করে কেন্দ্র সরকারের দিকে আঙ্গুল তোলেন। তাঁর দাবি, “ভোটের মুখে প্রচার চালাতেই পিএম কিষান ১৫ তম কিস্তির টাকা দেরিতে দেওয়া হয়েছে”। টুইটে তিনি আরও বলেন, “এর আগে ষষ্ঠ কিস্তি দেওয়া হয়েছিল ২০২০ সালের আগস্ট মাসে, নবম কিস্তি দেওয়া হয়েছিল ২০২১ সালের আগস্ট মাসে, ১২ তম কিস্তি দেওয়া হয়েছিল গত বছরের অক্টোবরে”।
অন্যান্য বছরের সময় উল্লেখ করার পরে ইচ্ছাকৃত ভাবে ১৫তম কিস্তি দেওয়ার সময় পিছিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা। আসলে সামনেই ছত্তিশগড়, মধ্যপ্রদেশ সহ রাজস্থান ও তেলেঙ্গানায় ভোট রয়েছে। আর ভোটের মুখে এই সমস্ত রাজ্যগুলিতে লাগু রয়েছে করা আচরণ বিধি। এদিকে ভোটমুখে ভোট বক্সে কেন্দ্রের কিস্তি জারি করার সিদ্ধান্তের নিয়েই প্রশ্ন তুলেছে কংগ্রেস।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।