PM Kisan Samman Nidhi: 'পিএম কিষাণ সম্মান নিধি', লোকসভার আগে বড়ো ঘোষণা করতে পারে কেন্দ্র, কৃষকদের বড় উপহার দিতে চলেছে মোদী সরকার!, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার (Central Government), কৃষকদের জন্য একটি বড় পদক্ষেপ নিতে চলেছে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ঝাড়খণ্ডের খুন্তিতে চলতি বছরের ১৫ই নভেম্বরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (Pradhan Mantri Kisan Samman Nidhi) অধীনে ক্ষুদ্র কৃষকদের ২০০০ টাকার ১৫তম কিস্তি দেন। এইসবের মাঝেই প্রকাশ্যে নয়া খবর। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে ১৬তম কিস্তি প্রকাশকালীন কেন্দ্রীয় সরকার কৃষকদের দিতে পারে আরো বড় উপহার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার অধীনে, সরকার আগামী নির্বাচনের আগে কৃষকদের দেওয়া আর্থিক সাহায্য বৃদ্ধি করার লক্ষ্যে ক্ষুদ্র কৃষকদের জন্য বার্ষিক তিনটি কিস্তিতে দেওয়া ৬০০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০০ টাকা পর্যন্ত করতে পারে৷

কিস্তির পরিমাণ বাড়ানোর মূল উদ্দেশ্য কি হতে পারে?

২০২৪ সালের লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার আগে কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১৬তম এবং ১৭তম কিস্তির (Pradhan Mantri Kisan Samman Nidhi 16th and 17th instalment) পরিমাণ একসাথে বাড়িয়ে দিতে পারে বলে অনুমান বিশেষজ্ঞদের। এর পিছনে কারণরূপে দায়ী করা হয়েছে নির্বাচনে কৃষকদের থেকে ভোটব্যাঙ্ককে। এর আগে ২০১৯ সালের ১লা ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করার সময় তৎকালীন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিষান সম্মান নিধি প্রকল্পের অধীনে কৃষকদের বার্ষিক ৬০০০ টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

আবার, অনেকেরই অনুমান, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) যখন ২০২৪ সালের ১লা ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করার সময়ে পিএম কিষাণ যোজনার (pm kisan yojana) অধীনে তিনটি কিস্তিতে দেওয়া বার্ষিক ৬০০০ টাকার পরিমাণ বাড়িয়ে ৮০০০ থেকে ৯০০০ টাকা করার কথা ঘোষণা করতে পারেন। ২০১৯ সালের ২৪শে ফেব্রুয়ারী লোকসভা নির্বাচনের ঠিক আগে প্রধানমন্ত্রী মোদী, প্রধানমন্ত্রী কিষাণ যোজনার প্রথম এবং দ্বিতীয় কিস্তি একসঙ্গে দিয়েছিলেন। তখন তিনি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে ৪০০০ টাকা পাঠিয়ে ছিলেন। ওই বছর লোকসভা নির্বাচনে বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে মোদী সরকার গঠিত হয়েছিল। এই একই সূত্রই ২০২৪ সালেও পুনরাবৃত্তি হতে পারে বলে মনে করা হচ্ছে।

কৃষকদেরকে মোট কত টাকা পাঠানো হয়েছে?

২০২০ সালে সরকার তিনটি কৃষি আইন আনার পরে মোদী সরকারের বিরুদ্ধে কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। এই আইনগুলি প্রত্যাহারের দাবিতে দিল্লির সীমান্তে এক বছর ধরে ধর্মঘটে বসেছিলেন কৃষকরা এবং শেষ পর্যন্ত সরকারকে মাথা নত করতে হয়েছিল কৃষকদের কাছে। প্রধানমন্ত্রী মোদি নিজেই তিনটি কৃষি আইন (Agricultural law) প্রত্যাহারের ঘোষণা করেছিলেন। চলতি বছরের ১৫ই নভেম্বর প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের অধীনে ৮ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৮০০০ কোটি টাকা স্থানান্তর করা হয়েছে। এই স্কিম চালু হওয়ার পর থেকে ১১ কোটিরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২.৮০ লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা না এলে কী করবেন? (Pradhan Mantri Kisan Samman Nidhi helpline number)

আপনি যদি উপভোক্তা হন এবং কিস্তি জারি করে দেওয়ার পরেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা না এসে থাকলে সরকারের টোল ফ্রী নম্বরে বা ইমেল আইডিতে নিজের অভিযোগ জানাতে পারেন।

  • টোল ফ্রী নম্বরটি হল ১৮০০১১৫৫২৬৬ (18001155266)। এই নম্বরে ফোন কল করলে নিজের সমস্যা জানিয়ে সমাধান পাওয়া সম্ভব। একইসঙ্গে আপনার টাকা কেন এলো না, সেই বিষয়েও আপনি প্রশ্ন করতে পারেন উক্ত টোল ফ্রী নম্বরে।
  • এছাড়াও আপনি কিষাণ সম্মান নিধি যোজনার হেল্পলাইন নম্বর ০১১-২৪৩০০৬০৬ (011-24300606), পিএম কিষাণ ল্যান্ডলাইন নম্বর ০১১-২৩৩৮১০২ (011-23381092) বা ০১১-২৩৩৮২৪০১ (011-23382401)-এও কল করতে পারেন।
  • আপনি ইমেল আইডিতে যোগাযোগ করতে চাইলে pmkisan-ict@gov.in -এ মাধ্যমেও কথা বলতে পারেন।

আরও পড়ুন: Dal at cheap price in India: অর্ধেক দামে বিক্রি হচ্ছে আটা, ডাল, পেঁয়াজ! কোথায় পাবেন? জানুন বিশদে

আরও পড়ুন: Kadaknath Chicken: ‘কড়কনাথ চিকেন’, নানা রোগ থেকে দিতে পারে মুক্তি! মটনের থেকেও দাম বেশি, পুষ্টিতেও ঠাসা! গুণ জানলে অবাক হবেন আপনিও

 

 

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)