PM Narendra Modi-Telangana Madiga Rally: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ কী বললেন তরুণীকে! জেনে নিন সম্পূর্ণ বিষয়টি, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: শনিবার তেলেঙ্গনায় (Telangana) অনুষ্ঠিত হওয়া একটি সভার ভিডিও শোরগোল ফেলে দিল সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি এমন একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে একজন তেলেঙ্গানা (Telangana) তরুণীকে সভায় থাকা লাইট টাওয়ারে চড়তে দেখা যায়। ঠিক এই সময়েই প্রধান মন্ত্রীকে সেই তরুণীকে নেমে আসার জন্যে বারংবার অনুরোধ করতে দেখা যায়। ওইদিন তেলেঙ্গানার (Telangana) হায়দ্রাবাদে (Hyderabad) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) একটি নির্বাচনী সমাবেশে অংশ গ্রহণ করেন যা এক তরুণীর কর্মকান্ডের জন্যে কিছুক্ষণের জন্য বাধাগ্রস্থ হয়।

ঠিক কী ঘটেছিল? 

শনিবার প্যারেড গ্রাউন্ডে একটি মাদিগাদের (Madiga) একটি সভাতে মোদী যোগদান করেন। সেই সমাবেশে থাকা লাইট টাওয়ারে হঠাৎ করে উঠে পড়েন তেলেঙ্গানা এক তরুণী। এই ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) দৃষ্টি আকর্ষণ করতেই প্রতিক্রিয়া দেন তিনি। এই অবস্থায় প্রধানমন্ত্রী তাকে শর্ট সার্কিটের বিপদের কথা উল্লেখ করে বারবার তাকে নীচে নামতে অনুরোধ করে থাকেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

PM Narendra Modi-Telangana Madiga Rally: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ কী বললেন তরুণীকে! জেনে নিন সম্পূর্ণ বিষয়টি, গ্রাফিক্স: বাহক

ভিডিওতে, প্রধানমন্ত্রী মোদিকে বারবার বলতে শোনা যায়, “এটা ঠিক না। এটা করে তোমার কোনো লাভ হবে না। আমি এখানে শুধু তোমার কথা শোনার জন্য এসেছি।” রাজ্যসভার সদস্য, কে. লক্ষ্মণ প্রধানমন্ত্রীর ভাষণ অনুবাদ করছিলেন। প্রধানমন্ত্রী তাঁকে তেলেগুতে বলতে অনুরোধ করেছিলেন, যাতে তিনি তরুণীকে বলেন নিচে নেমে আসতে। প্রধানমন্ত্রী তরুণীকে শান্ত করার চেষ্টা করেন। কারণ, টাওয়ার থেকেই তরুণীকে কিছু বলতে দেখা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণীকে বোঝান যে, টাওয়ারে বৈদ্যুতিক তার রয়েছে, যেখান থেকে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় বিপদ।

সেই তরুণীকে নামাতে সুরক্ষা কর্মীরাও ছুটে যান। পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলে জানানো হয় বিষয়টি তারা খতিয়ে দেখছেন। উল্লেখ্য যে, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেলেঙ্গানার সেন্দেরাবাদে অনুষ্ঠিত হওয়া মাদীগা সম্প্রদায়ের একটি সমাবেসে যোগদান করেন, যেখানে উপস্থিত ছিলেন মাদিকা রিজার্ভেশন পড়াটা সমিতির নেতা তথা বিজেপি নেতা মন্দা কৃষ্ণ। প্রধানমন্ত্রী তাঁকে আশ্বস্ত করে বলেন যে এবার তেলেঙ্গানা পাবে একজন ওবিসি মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Kalipuja: কবে, কীভাবে বঙ্গদেশে শুরু হলো কালীপুজো? কেন এই কালীপুজো দীপান্বিতা অমাবস্যায় করা হয়? রইলো মা কালীকে ঘিরে থাকা এমনই কিছু অজানা কথা

আরও পড়ুন: Kalipuja 2023-Kolkata Police: এবারে কালীপুজোয় শহরে থাকছে কড়া নিরাপত্তা! মোতায়েন থাকছে অতিরিক্ত পুলিশ, জানুন বিস্তারিত

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)