বাহক নিউজ় ব্যুরো :যুব তৃণমূল নেতাদের ছাড়াতে গিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে সোচ্চার হয়ে দেখতে চেয়েছিলেন নথি। তার প্রতিক্রিয়ায় পুলিশের কাজে হস্তক্ষেপের অভিযোগে এবার এফআইআর দায়ের করা হল অভিষেক, ব্রাত্য বসু, দোলা, সেন, কুনাল ঘোষের মতো নেতা-নেত্রীদের বিরুদ্ধে।
শনিবার ত্রিপুরায় আক্রান্ত হন তৃণমূল কংগ্রেসের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা,জয়া দত্তরা। অভিযোগের তীর ছিল বিজেপির বিরুদ্ধে। এরপর তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা–কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে ছিল যুব নেতা দেবাংশু, সুদীপ রাহার মতো পরিচিত মুখরা। কুনাল ঘোষ, দোলা সেনদের নিয়ে দলের যুব নেতাদের ছাড়াতে যান অভিষেক। ওইদিন সকাল থেকে খোয়াই থানাতে ঠায় বসেছিলেন অভিষেক। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, রবিবার থানায় বসে পুলিশের কাজে হস্তক্ষেপ করেছেন।দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত এবং সুদীপ রাহাদের আদালতে নিয়ে যেতে বাধা দিয়েছেন তাঁরা বলেও অভিযোগ। খোয়াই থানার অফিসার ইনচার্জ মনোরঞ্জন দেববর্মা অভিষেক, কুনালদের বিরুদ্ধে মামলা করেছেন বলে শোনা যাচ্ছে। পুলিশ অফিসারকে অভিষেক বলেছিলেন, “আপনার উর্দিতে অশোকস্তম্ভ আছে পদ্মফুল নয়।” খোয়াই থানার অফিসার ইনচার্জ মনোরঞ্জন দেববর্মা অভিষেক, কুনালদের বিরুদ্ধে মামলা করেছেন বলে শোনা যাচ্ছে। ত্রিপুরার তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক এবং প্রকাশ দাসের বিরুদ্ধেও এফআইআর হয়েছে।
এফআইআরের বিষয়ে কুণাল ঘোষের পাল্টা আঙুল তুলে বলেছেন, “বিজেপির নির্দেশে পুলিশ এই অভিযোগ করেছে। ভয়ে পেয়ে মামলা করেছে বিজেপি। আমরা কোনও কাজে বাধা দিইনি। আমরা আইনি পথেই লড়ব। আরও দশগুণ শক্তি নিয়ে ত্রিপুরায় যাব।”