বাহক নিউজ় ব্যুরো: সোমবার ইডির মুখোমুখি বসতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জী। দিল্লি সফরের আগে সংবাদমাধ্যমে আরো একবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন অভিষেক। দশ পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারলেও তিনি ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করতে প্রস্তুত আছেন, জানালেন সেকথা।

বিমানবন্দরে ঢোকার আগে সংবাদমাধ্যমকে বলেন, “কেউ বলছে ১০০ কোটির স্ক্যাম, কেউ বলছে ১০০০ কোটি। আমি বলছি যদি ১০ পয়সারও দুর্নীতি থাকে প্রমাণ করে দেখান। আমি বলছি আমার পিছনে ইডি সিবিআই লাগানোর দরকার নেই। সোজা ফাঁসির মঞ্চ গড়ে দিন। আমি মৃত্যুবরণ করব।” কয়েকমাস আগে একই কথা শোনা গিয়েছিল অভিষেকের গলায়। অভিষেকের বলেন, যে কোনো তদন্তেই তাঁর কোনও সমস্যা নেই। এর আগে অভিষেক বলেছিলেন, “আমাকে একটা ED দেখালে আমি বস্তা ভরে তথ্য দেব।”

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

দিল্লিতে ডেকে পাঠানোয় বিরক্ত অভিষেক বলেন, “কলকাতার কেসে দিল্লিতে ডেকে পাঠিয়েছে। এরপর প্রতিহিংসাপরায়ণ রাজনীতি ছাড়া আর কী বলা যাবে! যে কোনও সর্বভারতীয় বিজেপির নেতা যদি আমার সঙ্গে মিনিট পাঁচেকের জন্যেও বসেন আমি সব তথ্য দেখিয়ে দেব, কেন্দ্রীয় সংস্থা কী ভাবে কাজ করেছে। আমি প্রমাণ করতে না পারলে রাজনীতি ছেড়ে দেব। যারা টাওয়ালে মুড়ে টাকা নিয়েছেন সবই টিভিতে দেখা গিয়েছে। এদিকে চার্জশিটে তাঁদের নাম থাকে না।”

বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকেও দেখা গিয়েছিল টাকা নিতে। তাই, নাম না করে অভিষেক কটাক্ষ করে বলেন, “শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে এই ধরনের কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগাচ্ছেন কেন্দ্রীয় সরকার। সুদীপ্ত সেন লিখিতভাবে জানিয়েছেন কারা কারা সুদীপ্ত সেনের কাছ থেকে উপকৃত হয়েছেন।”