২১শে জুলাইয়ের মঞ্চ থেকে ২৪শে লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে বৃহত্তর লড়াইয়ের দামামা বাজিয়ে দিলেন মমতা ব্যানার্জী। বললেন “খেলা একটা হয়েছে, খেলা আবার হবে। যত দিন বিজেপি-কে বিদায় করতে না পারি রাজ্যে রাজ্যে খেলা হবে। সমস্ত জায়গায় খেলা হবে। ১৬ই আগষ্ট খেলা দিবস হিসেবে পালিত হবে।
এবছর তৃণমূল কর্মীদের কাছে ২১শে জুলাইয়ের গুরুত্ব ছিল অপরিসীম। দলনেত্রী এইদিন কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে ছিল তৃণমূল কর্মী, সমর্থকরা। মমতা ব্যানার্জী ২১শের মঞ্চ থেকে ডাক দিলেন বিজেপি বিরোধী ফ্রন্টের। বললেন, “সব রাজ্যকে বলব, একজোট হয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত হন।জোট গড়ে তুলুন।এটাই ঠিক সময়। আমি দিল্লি যাচ্ছি।” করোনার টিকা, গ্যাসের দাম, ফোন ট্যাপ, অর্থনীতি, মহিলা নিরাপত্তার মতো ইস্যু গুলো নিয়ে লাগাতার কটাক্ষ করলেন বিজেপিকে। তৃণমূল নেত্রী আরো বললেন, “সকলকে বিনামূল্যে রেশন দিন। বিনামূল্যে রেশন দেব বলেছিলাম, করে দেখিয়েছি। আমাদের কন্যাশ্রী রাষ্ট্রপুঞ্জে পুরস্কৃত হয়েছে। কৃষকদের আমরা ১০ হাজার টাকা করে দিচ্ছি। কৃষকের মৃত্যু হলে তাঁর পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিই।গুজরাট নয়, বাংলাই দেশের মডেল।” আত্মবিশ্বাসী দলনেত্রী বলেন, “মনে রাখবেন, আমরা হারবো না, আমরা ভয় পাবো না, মাথা নত করব না। আমরা করব, লড়ব, জিতব। এখনও অনেক কাজ বাকি রয়েছে।”
শুভময় মল্লিক
Published on Wednesday, 21 July 2021, 11:56 pm | Last Updated on Thursday, 22 July 2021, 12:18 am by Bahok Desk









