বাহক নিউজ় ব্যুরো: পেগাসাস কাণ্ডে তদন্তের প্রয়োজন, এমনটাই দাবি করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন, “পেগাসাস বিষয়টা নিয়ে আলোচনা হওয়া দরকার। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে সরকারের পদক্ষেপ নেওয়া দরকার। কারা ফোন ট্যাপিং বা হ্যাকিংয়ের পেছনে রয়েছে এটা জানতে নিশ্চিতরূপে তদন্ত হওয়া প্রয়োজন”।
এদিকে, পেগাসাসের বিরুদ্ধে তদন্তের দাবিতে সরব হয়েছেন সংসদে বিরোধী দলীয় নেতারা। যার জেরে উত্তাল লোকসভা ও রাজ্যসভা। উল্লেখ্য, সংসদে বিরোধী দলের তরফে বিক্ষোভ প্রদর্শনের জেরে একাধিকবার স্থগিত করতে হয়েছে অধিবেশন। এ প্রসঙ্গেই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে প্রশ্ন করা হলে তিনি বললেন, “ফোনে আড়ি পাতার বিষয়ে কোনও নির্দিষ্ট প্রমাণ থাকলে তা প্রকাশ্যে আসা দরকার”। এছাড়াও, তিনি ফোনে আড়ি পাতার বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করলেন। তিনি ফোন ট্যাপ করাকে টেকনোলজির অশুভ দিক বলে চিহ্নিত করে বললেন, “মানুষ কখনও কখনও প্রযুক্তির শুভদিকটারও অপব্যবহার করে”।
পেগাসাস বা ফোন ট্যাপ করার ইস্যু ছাড়াও তিনি বিহারের রাজনীতি প্রসঙ্গেও মন্তব্য করলেন। তিনি বললেন যে, তাঁকে জাতীয় নেতা হিসেবে তুলে ধরার জন্য দলের অন্যান্য নেতৃত্বরা চেষ্টা করছেন।তবে, তিনি বিহারের মানুষের সেবাই করতে চান, তাই তিনি অন্যকিছু ভাবতে চাইছেন না। তিনি এও জানান যে, তিনি অরাজনৈতিকভাবে ওমপ্রকাশ চৌতালার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবকনগে এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি।