বাহক নিউজ ব্যুরো : একুশের মহাভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তৃতীয়বার প্রত্যাবর্তনের পর থেকেই বিজেপির ভাঙন শুরু হয়েছে। শহর থেকে গ্রাম গ্রামাঞ্চল বঙ্গ বিজেপি শিবিরে রক্তক্ষরণ অব্যাহত। এবার লালমাটির দেশ বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ বিজেপি ছেড়ে পুনরায় তৃণমূলে যোগ দিলেন। কলকাতায় তৃণমূলের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে সাংবাদিক সন্মেলন করে তিনি দল ছাড়ার কথা ঘোষণা করেন। তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
তন্ময় ঘোষকে নিয়ে রাজ্য রাজনীতিতে জলঘোলা কম হয়নি। নির্বাচনের আগে পর্যন্ত তিনি তৃণমূলের জেলা সভাপতি ছিলেন। বিজেপি প্রার্থী হিসেবে তালিকায় নাম আসার ঠিক আগের দিন রাতে বিজেপি নেতা সৌমিত্র খাঁয়ের হাত ধরে উনি বিজেপিতে যোগ দেন। বিজেপির টিকিটেই নির্বাচন লড়ে জিতে যন বিষ্ণুপুরের বিতর্কিত বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ।আজ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তন্ময়ের যেন ‘ঘরে ফেরা’। তৃণমূলের জেলা সভাপতি বিজেপির টিকিটে লড়ে এবার ফের তৃণমূলের বিধায়ক।