বাহক নিউজ় ব্যুরো: আয়ের নিরিখে সমস্ত রাজনৈতিক দলকে পিছনে ফেলে দিয়েছে বিজেপি। এমনটাই হয়েছে, ইলেক্টোরাল বন্ড বিক্রির সুবাদে। বিভিন্ন বিরোধী দল যেমন কংগ্রেস তৃণমূল ইত্যাদি ধারে কাছেও নেই এই রাজনৈতিক দলের। বিজেপির এই আয় হয়েছে ২০১৯-২০ অর্থবর্ষে। এই অর্থবর্ষে ইলেক্টোরাল বন্ডে থেকে যে আয় হয়েছে, সেটার ৭৫%-ই বিজেপি নামে। যেখানে কংগ্রেসের দখলে রয়েছে মাত্র ৯%।
ইলেক্টোরাল বন্ড সম্পর্কিত যাবতীয় ব্যাপার নজরে রাখেন এডিআর (অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম) নামক সংস্থা। কোন রাজনৈতিক দলের ঝোলায় কত পরিমাণ ইলেক্টোরাল বন্ড জমা পড়ল, তার হিসেব পাঠাতে হয় এডিআর-এর কাছে। স্পষ্টভাষায় বললে, কোনো রাজনৈতিক দলের কাছে কতটা ধনরাশি জমা পড়েছে, সেটার হিসেব রাখে এডিআর। উল্লেখ্য, যে কোনো রাজনৈতিক দলে এই ধনরাশি জমা পড়ে ইলেক্টোরাল বন্ডের হাত ধরে। কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা কোনো সংস্থা যখন কোনো রাজনৈতিক দলের ইলেক্টোরাল বন্ড কেনে, যে টাকা দিয়ে কিনেছে, সেটার টাকা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের ঝোলায় যায়।
ইলেক্টোরাল বন্ডের নিরিখে, বিগত বছরের নিরিখে বিজেপির আয় দেড়গুণ বেড়েছে এবং কংগ্রেসের আয় ২৫% কমেছে। ২০১৯-২০ অর্থবর্ষে বিজেপির আয় হয়েছে ৩৬২৩.২৮ কোটি টাকা এবং কংগ্রেসের আয় হয়েছে মাত্র ৬৮২ কোটি টাকা। প্রসঙ্গত, শুধুমাত্র যে, রোজগারের নিরিখে বিজেপি সবার থেকে এগিয়ে রয়েছে তা নয়, খরচের নিরিখেও বিজেপি সমস্ত রাজনৈতিক দলকে পিছনে ফেলে দিয়েছে। বিজেপি ইলেক্টোরাল বন্ড থেকে আয় হওয়া টাকার মধ্যে ১৬৫১ কোটি টাকা ইতিমধ্যে খরচ করে ফেলেছে। বিজেপির এই আয় বৃদ্ধির প্রসঙ্গে ইতিমধ্যে বিজেপিকে কটাক্ষের তীরে বিঁধেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, “বিজেপির রোজগার ৫০% বেড়েছে, আর আপনার?”
BJP’s income rose by 50%.
And yours?BJP की आय 50% बढ़ गयी।
और आपकी? pic.twitter.com/Q5HEISACDJ— Rahul Gandhi (@RahulGandhi) August 28, 2021