বাহক নিউজ় ব্যুরো: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে উঠল অপরাধমূলক কাজ করার বিস্ফোরক অভিযোগ। অভিযোগটি আরোপ করেছেন বিজেপিরই এক নেতা। এই অভিযোগের কারণে ওলটপালট রাজনৈতিক সমীকরণ। অভিযোগ আরোপকারী ব্যক্তি ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে দিনহাটা থানায় অভিযোগও দায়ের করেছেন।

অভিযোগকারী হলেন বিজেপি সংখ্যালঘু সেলের নেতা ফিরদৌস ইসলাম। তিনি গোসনামারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তিনি এই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, তিনি অসম থেকে দুষ্কৃতী আনিয়ে বোমা কারখানায় বোমা তৈরি করতেন। শুধু তাই নয়, তিনি এও জানান যে, সেই বোমাগুলো ঠিক করে দায়িত্ব দেওয়া হত অভিযোগকারী তথা ফিরদৌস ইসলামের কাঁধে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

ফিরদৌস ইসলাম এখানেই থামেন নি, তিনি আরও বলেন যে, তাঁকে দায়িত্ব দেওয়া বোমাগুলো নিয়ে একদিন মোটর বাইকে সওয়ার হয়ে যাচ্ছিলেন। এরই মধ্যে সঙ্গে থাকা বোমাগুলির বিস্ফোরণ ঘটে এবং তিনি গুরুতরভাবে আহত হয়ে পড়েন। এরপরে, অনেক কষ্ট করে তাঁর পরিবারের সদস্যরা তাঁকে সুস্থ করে তোলেন, এমনটাই দাবি করেছেন তিনি।

বিজেপির সংখ্যালঘু সেলের নেতা ফিরদৌস ইসলাম নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে এও অভিযোগ করেন যে, তিনি চাকরি পাইয়ে দেওয়ার নামে চাকরীপ্রার্থীদের কাছে টাকাও চাইতেন। একজনের কাছ থেকে চাকরির নামে ১ লক্ষ ২৫ হাজার টাকাও চেয়েছিলেন নিশীথ প্রামাণিক, এমনটাই দাবি করেছেন ফিরদৌস। তিনি এও জানান যে, ওই ব্যক্তি চাকরিও পাননি এবং সেই টাকা নিশীথের কাছ থেকে ফেরতও পান নি। এই সমস্ত ঘটনাই ফিরদৌস ইসলাম নিজেই জেলা তৃণমূল নেতা উদয়ন গুহকে জানান।