বাহক নিউজ় ব্যুরো : আজ সকাল থেকেই বিজেপির শহীদ সম্মান যাত্রার রথ বারে বারেই থমকে যাচ্ছে পুলিশি তৎপরতায়৷ আজ সকালেই ৬, মুরলীধর সেন স্ট্রীটে, বিজেপির হেডকোয়াটার্সের সামনে সাইকেল র্যালী করার সময় গ্রেপ্তার হন একাধিক বিজেপি কর্মী। অন্যদিকে বিজেপি বিধায়ক শংকর ঘোষকে পুলিশ গ্রেপ্তার করেন শিলিগুড়ি থেকে।
আজ আবারও পুলিশই অতি-সক্রিয়তায় মন্ত্রী শান্তনু ঠাকুর, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার সহ একাধিক বিজেপি কর্মী গ্রেপ্তার হন। ওদিকে মধ্যমগ্রাম থেকে একুশ জন কার্যকর্তা সহ গ্রেফতার হন বারাসত জেলা কনভেনর অনুপ দাস।
বর্তমানে লালবাজার সেট্রাল লক-আপে বন্দী রাখা হয়েছে কুশল পাণ্ডে, প্রকাশ দাস সহ একাধিক গুরুত্বপূর্ণ বিজেপি কর্মকর্তাকে। একুশজন বিজেপিকর্মী ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন হুগলী উত্তরপাড়া থেকে।
আজ দিনভোর বঙ্গ বিজেপির শহীদ সম্মান যাত্রা ঘিরে চলছে চাপানউতোর। বিজেপি কার্যকর্তাদের দাবি, পুলিশ সরকারের তাঁবেদারি করছে। রাজ্য সরকারের অঙ্গুলিহেলনেই এই গ্রেপ্তারী। সব মিলিয়ে, দিদির খেলা হবে দিবসের পাল্টা শহীদ সম্মান যাত্রা নিয়ে শাসক -বিরোধী তর্জা চরমে।
তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘এটাকে বাংলায় ‘দেখ কেমন লাগে’ বলে। ত্রিপুরায় বিজেপি মারছে, তার পরে পুলিশ মামলা দিচ্ছে। অথচ, বিজেপিকে সেখানে মিছিল করতে দেওয়া হচ্ছে। আর এখানে তো বিজেপি আইন ভেঙে বিক্ষোভ করেছে! ত্রিপুরা আর পশ্চিমবঙ্গে সংবিধান কি আলাদা হবে নাকি?’