বাহক নিউজ ব্যুরো : বাগদার বিজেপি এমএলএ বিশ্বজিৎ দাস প্রত্যাবর্তন করলেন তৃণমুলে। পুরোনো সৈনিকের প্রত্যাবর্তনের এই ট্রেন্ডে মুকুল-তন্ময়ের পর আরও এক হেবিওয়েট। এদিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ক্যামাকস্ট্রীট অফিসে পদ্মশিবির ছেড়ে আনুষ্ঠানিকভাবে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন৷
দলের জন্মলগ্ন থেকেই বলিষ্ঠ সদস্য ছিলেন বিশ্বজিৎ। এগারো ও ষোলো বিধানসভা ভোটে ও তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে জেতেন বিশ্বজিৎ দাস। কিন্তু লোকসভা ভোটের আগে ছন্দপতন৷ দিল্লিতে গিয়ে বিশ্বজিৎ বিজেপিতে যোগদান করেন।
চলতি বছরের শুরুতেই বিশ্বজিৎকে কার্ড পাঠিয়ে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেসব যে নেহাতই সৌজন্য বশত নয় তা বিজেপি ত্যাগ করে, আজ পরিস্কার করে দিলেন বিজেপি বিধায়ক বিশ্বজিৎ। প্রসঙ্গত উল্লেখ্য বিধানসভা ভোটের আগে ফেব্রুয়ারী মাসে তিনি মমতার সাথে দেখা করে পায়ে হাত দিয়ে প্রণাম করেন। সেই জল্পনা তুঙ্গে উঠলেও কোনো পক্ষই এ বিষয়ে মুখ খোলেননি। এরপর একুশের মহারণ। বিজেপির টিকিটেই উঃ ২৪ পরগণা জেলার বাগদা থেকে লড়েন বিশ্বজিৎ। ভোটে জিতেও রাজনৈতিকভাবে বেশ নিস্ক্রিয়ই ছিলেন এই বিদগ্ধ নেতা, আজ তার কারণ সুস্পষ্ট হল। ক্যামাক স্ট্রীটের অফিসে ফের সবুজ ঝাণ্ডা ধরলেন তিনি। বিধানসফা ভোটের আগে ঠিক যেমন তৃণমূল ছেড়ে বিজেপি জয়েন করার হিড়িক পড়েছিল, পাল্টা খেলায় এ যেন উলোটপুরাণ! মুকুল, তন্ময়, বিশ্বজিৎ সময় বলবে সাতের ঘরে আটকে থাকা বিজেপির বিধায়কসংখ্যা কমতে কমতে কোথায় গিয়ে ঠেকে!