বাহক নিউজ় ব্যুরো: মঙ্গলবারে, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সোমবার দিল্লী পৌঁছায় তৃণমূলের প্রতিনিধি দল। ৮ জন বিশিষ্ট এই প্রতিনিধি দলে ছিলেন মানস ভূঁইয়া, সৌমেন মহাপাত্রের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিধায়ক জুন মালিয়া থেকে শুরু করে দেবের মতো তারকা সাংসদও। সেখানে তৃণমূলের এই প্রতিনিধি দলের প্রথম বৈঠক হয় কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রীর সঙ্গে এবং দ্বিতীয় বৈঠক হয় নীতি আয়োগের সঙ্গে।

প্রথম বৈঠক আয়োজিত হয়েছিল দুপুর ২ টো নাগাদ কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াতের সঙ্গে। দ্বিতীয় বৈঠক আয়োজিত হয়েছিল বিকেল ৪টে নাগাদ নীতি আয়োগের সঙ্গে। দুই বৈঠক সেরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ঘাটালের সাংসদ দেব। তখনই তিনি নিজের ইচ্ছার বহিঃপ্রকাশ করলেন। তিনি বললেন যে, প্রধানমন্ত্রী যেন বাঙালি হোক, তা তৃণমূলেরই মুখ হতে হবে এর কোনো মানে নেই, বিজেপিরই হোক, কিন্তু বাঙালি হোক।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

এই প্রসঙ্গেই তিনি বললেন, “আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাটালের মানুষের কষ্ট। শুধু ঘাটাল নয়, দাসপুর-কেশপুর সমেত আমার লোকসভার মধ্যে যে যে এলাকা রয়েছে সেই সব এলাকাগুলো বন্যায় খুব বেশি ভুগছে। এই বছরের মতো বন্যা গত ৩০ বছরেও হয়নি এই এলাকায়। আমি গত ৭ বছর ধরে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে লড়াই করছি।কিন্তু এতবার বলার পরও যখন কারোর কানে এই আওয়াজ পৌঁছয়নি। তখন থেকেই আমার মনে হয়েছিল যে একমাত্র যদি কোনও বাঙালি প্রধানমন্ত্রী হয়, তা যদি বিজেপিরও কেউ হন, তাহলেও আপত্তি নেই। এমন একজনই ঘাটালের মানুষের কষ্টটা বুঝতে পারবেন। এরকম নয় যে ভোটের সময় আসবে সোনার বাংলা বলবে আর চলে যাবে, এরম কাউকে চাই না। একজন বাঙালি যদি প্রধানমন্ত্রী হন তাহলে হয়তো এতবার করে আসতে হত না, ঘাটাল মাস্টারপ্ল্যান এতদিনে কাজ শুরু হয়ে যেত”।