বাহক নিউজ ব‍্যুরো: ২০১৯ সালে একটি সভায় দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বলেন ‘ ভারতীয় গোরুর বৈশিষ্ট্য হল তার দুধে সোনার ভাগ থাকে, তার জন্যে দুধের রঙ একটু হলেদেটে হয়। গোরুর দুধে সোনা থাকে।’এরপরেই পশু বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের প্রশ্নের মুখে পড়েন তিনি।

কিন্তু বারবার নিজের বক্তব‍্যে অনড় থাকায় জনমানসের আক্রমনের শিকার হন বিজেপি রাজ‍্য সভাপতি। তবে এদিন এক সভায় তাঁর বক্তব্যে ফের গোরুর দুধের প্রসঙ্গ টেনে তিনি বুঝিয়ে দেন তিনি এখনও তাঁর বক্তব্যে অটল। তিনি বলেন ‘ আমি বলেছিলাম গোরুর দুধে সোনা পাওয়া যায়, তা নিয়ে অনেক কথা হয়েছে। যারা কোনোদিন গোরুর দুধ খায়না তারা কীভাবে পাবে, কীভাবে বুঝবে? বাংলায় তো এখন গোরু লালন হয়না, আসলে মানুষ ঊসবের গুরুত্ব বোঝেনা তাই এই পরিস্থিতি। যেটা আসলে দুধ‌ই নয় সেই প‍্যাকেটের দুধ সবাই খাচ্ছে, আর গোরুর দুধ কেউ খাচ্ছে না।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

এইভাবে বিভিন্ন সভাতে কিংবা সাংবাদিক সম্মেলনে বারবার আলপটকা অথবা বেফাঁস মন্তব্য করে সোশ‍্যাল মিডিয়া ও সাধারণ মানুষের কাছে হাসির পাত্র হন তিনি। এদিন‌ও এক সাংবাদিক সম্মেলনে গোরুর দুধে সোনার তত্ত্ব আউড়ে ফের নিজেকে হাসির খোরাক করে তোলেন বিজেপি রাজ‍্য সভাপতি। তাঁর এই মন্তব‍্যের জন‍্য তাঁর পাশে দাঁড়াচ্ছেন না খোদ তাঁর দলের নেতারা।