বাহক নিউজ় ব্যুরো: বাগনানে ‘গণধর্ষণ’ কাণ্ডের বিরোধিতায় বিক্ষোভ প্রদর্শনের জন্য জমা হন একাধিক রাজ্য স্তরীয় নেতা। কিন্তু, এই বিক্ষোভ প্রদর্শনের মাঝেই একটি ভুলের জেরে বিতর্কের মুখে দিলীপ। তাঁর পোস্টারে ‘কন্যাশ্রী’-এর পরিবর্তে দেখা গেল ‘কন্নাশ্রী’ এবং ‘চাই’ বানানে দেখা গেল উল্টো ‘ই্’।‌ এই পোস্টারকে কেন্দ্র করেই তৃণমূল নেতাদের কটাক্ষের তীরে বিদ্ধ হতে দেখা যাচ্ছে তাঁকে।

বাগনানে এই বিক্ষোভ প্রদর্শনে উপস্থিত ছিলেন দিলীপ, লকেট চট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, অর্জুন সিংরা-এর মতো নেতৃত্বরা। এই বিক্ষোভ প্রদর্শনের সময়ে খোদ দিলীপ ঘোষ একটি পোস্টার ধরেন এবং নিজের বক্তব্য পেশ করেন। তিনি যে পোস্টারটি ধরেছিলেন, সেটিতে লেখা ছিল ‘কন্যাশ্রী চাই না, সম্মান চাই’। তবে, পোস্টারে ‘কন্যাশ্রী’-এর পরিবর্তে লেখা ছিল ‘কন্নাশ্রী’ এবং ‘চাই’-এ ‘ই’-কারের মাত্রা উল্টো দেখা গেল।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

এই ঘটনা প্রকাশ্যে আসতেই, কটাক্ষের ঝড় উঠল রাজনৈতিক মহলে। উল্লেখ্য, শুধু রাজনৈতিক মহলই নয়, সমালোচনার ‘গোল টেবিল’ সোশ্যাল মিডিয়াতেও বসে। এই ইস্যুকে কেন্দ্র করেই কুণাল ঘোষ ও তাপস রায়ের মতো নেতারা কটাক্ষের বৃষ্টি করিয়ে দিয়েছেন। একদিকে কুণাল ঘোষ দাবি করেছেন, “বানান শিখে তারপর প্রতিবাদ করা উচিত বিজেপির”। অপরদিকে, তাপস রায় বলেছেন, “বিজেপি নাকি আবার সোনার বাংলা গড়তে এসেছিল! বাংলার সংস্কৃতি ধ্বংস করে দেবে বিজেপি। উল্লেখ্য, সমালোচনার মুখে পড়েও পিছপা হয়নি বিজেপি। বানান ভুল প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “বানান শেখার কোনো প্রয়োজন নেই, বানান শিখেই এসেছি”।