বাহক নিউজ় ব্যুরো: আঁচলের দাগ দূর করতে এবার তৎপর হতে দেখা গেল শাসকদলের নেতৃত্বকে। বিভিন্ন সময়ে তৃণমূলের বিরুদ্ধে জমা হয়েছে ভুরি ভুরি অভিযোগ। শুধুমাত্র বিরোধীরাই নয়, খোদ তৃণমূলেরই একাংশ প্রকাশ্যে অভিযোগগুলি করেছেন। এবার, এই সমস্ত অভিযোগ দূর করতেই তৎপর হতে দেখা গেল মেদিনীপুরের তৃণমূল নেতৃত্বদের।

মেদিনীপুরে দলের তরফে ঘোষণা করা হয়েছে যে, দলের আঁচলে লেগে থাকা কালো দাগ দূর করতে তৈরি হতে চলেছে ‘দুর্নীতি দমন কমিটি’। রবিবারে, পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূলের প্রথম সাংগঠনিক সভায় এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। ওইদিন এই সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছিল পূর্ব মেদিনীপুরের এগরায়। এই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী অখিল গিরি সহ একাধিক বিধায়করা।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

আমফান ত্রাণ শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। এমন অনেক তৃণমূল নেতাকর্মী রয়েছেন যারা টাকা ফেরতও দিয়েছেন। এই মর্মেই একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের একাধিক সদস্যকে শোকজ করা হয়েছে। যদিও, এই সমস্ত শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার পরেও ইতিবাচক ফল পাওয়া যায়নি বলে জানা গেছে। এহেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই মেদিনীপুর তৃণমূল নেতৃত্বের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অনুমান করেছেন স্থানীয় বাসিন্দারা।