গতকাল ২১শে জুলাইয়ের মঞ্চ থেকেও পেগাসাস ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করেছিলেন মমতা ব্যানার্জী। আজ রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ের বাড়িতে বৈঠকে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী, প্রশান্ত কিশোর সহ আরো কয়েকজন সাংসদ। সেই বৈঠকে পেগসাস ইস্যুতে লাগাতার প্রতিবাদ চালানোর নির্দেশ দিলেন অভিষেক। এই ইস্যুতে প্রতিবাদ জানাতে নয়টি প্রশ্ন সামনে রাখবে তৃণমূল।
সংসদের দুই কক্ষে অন্য রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে পেগাসাস ইস্যুতে প্রতিবাদ হবে। যে নয়টি প্রশ্নবানে বিজেপিকে বিদ্ধ করবে তৃণমূল, সেগুলো এরকম – প্রথমত, ভারত সরকারের কোন মন্ত্রক, কবে পেগাসাস সফটওয়্যারটি কিনেছিল? দ্বিতীয়ত, এখনও কি পেগাসাস সফটওয়্যারটি ব্যবহার করা হচ্ছে? তৃতীয়ত, কাদের কাদের উপর এই পেগাসাস সফটওয়্যারটি ব্যবহার করে নজরদারি চালানো হয়েছে? চতুর্থত, নজর চালানো ব্যক্তিদের উপর কতদিন ধরে নজরদারি চালানো হয়েছে? পঞ্চমত, কোন উদ্দেশ্যে ওই ব্যক্তিদের উপর নজরদারি চালানো হয়েছিল? ষষ্ঠত, কোন আইনের অধীনে ওই ব্যক্তিদের উপর নজরদারি চালানো হয়েছিল? সপ্তমত, নজরদারি চালিয়ে ডেটা সংগ্রহের দায়িত্ব কোন ব্যক্তি বা এজেন্সিকে দেওয়া হয়েছিল? অষ্টমত, কারা ওই ব্যক্তি বা এজেন্সিকে নজরদারির দায়িত্ব দিয়েছিল? নবমত, ফর্মালি বা ইনফর্মালি কারা এই কাজগুলি করেছিল?
সোমবার পেগাসাস ইস্যুতে বিরোধীদের সুর চড়ানোর ফলে দফায় দফায় অধিবেশন মুলতুবি করতে হয়েছিল অধ্যক্ষকে। সেই বিরোধীতার সুর আগামী দিনে আরো বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল।