বাহক নিউজ় ব্যুরো: স্বাধীনতা দিবসে বেফাঁস মন্তব্যের জেরে বিপাকে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাল কেল্লায় ভাষণ দেওয়ার সময় এমনই এক মন্তব্য করে বসলেন তিনি, যে মন্তব্যের জেরে তোলপাড় হয়ে গেল রাজ্য রাজনীতি। এই ইস্যুকে কেন্দ্র করেই প্রতিবাদ করল তৃণমূল। একই সঙ্গে সিপিএম-এর তরফেও কটাক্ষ করতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। সব মিলিয়ে বাংলার বিভিন্ন অ-বিজেপি দলকেই সরব হতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের বিরুদ্ধে।
এ প্রসঙ্গে, একদিকে, তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ ক্ষমা চাওয়ার দাবি তুলে প্রধানমন্ত্রীকে তোপ দেগে বললেন, “মাতঙ্গিনী হাজরা অসমের? প্রধানমন্ত্রী কি পাগল হয়ে গেলেন? নিজে তো জানেন না। আবেগও নেই তাঁর মধ্যে। অন্যের লিখে দেওয়া ভাষণ পড়ে নাটক করতে গেলে এই তো হবে। এটা বাংলার প্রতি অপমান। প্রধানমন্ত্রী ক্ষমা চান। ওঁদের পূর্ব মেদিনীপুরের গদ্দারও ক্ষমা চেয়ে বিবৃতি দিন”। অপরদিকে, সিপিএম নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বোস প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বললেন, “আরএসএস অনুসরণ করলে এই হবে”।
এদিকে, এই ‘ভুল’-কে ‘ছোট ঘটনা’ বলে আখ্যায়িত করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি দাবি করলেন যে, প্রধানমন্ত্রী সমগ্র দেশকে আহ্বান জানানো গিয়ে হাজার হাজার স্বাধীনতা সংগ্রামীদের নামের মাঝে ভুল করেছেন। তিনি আরও বললেন, “ছোট খাটো এরম ভুল হতেই পারে। এটা এমন কোনও বড় ঘটনা নয়। এটাকে বড় করে দেখার দরকার নেই”। পাল্টা তিনি বাংলার অ-বিজেপি দলগুলোকে কটাক্ষ করে বলেন, “যাঁরা এত কষ্ট পাচ্ছেন তাঁরা মাতঙ্গিনী হাজরার জন্য কী করেছেন?”