বাহক নিউজ় ব্যুরো: মারাত্মক অসুস্থ মুকুল রায়, ভর্তি হলেন হাসপাতালে।
প্রত্যাবর্তনের পরেই অসুস্থ তৃণমূলের চানক্য মুকুল রায়৷ গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হলেন এসএসকেএম হাসপাতালে৷ দীর্ঘদিন থেকে হাই সুগার রয়েছে তাঁর, সুত্রের খবর সোডিয়াম-পটাশিয়ামও ওঠানামা করছে এই বর্ষীয়ান নেতার। ফলে তাঁর নানা শারীরিক সমস্যা সৃষ্টি হচ্ছে, চিকিৎসকের পরামর্শে তঁকে এদিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়কে এর আগেও এসএসকেএমে চেকআপও করানো হয়েছে বেশ কয়েকবার। মুকুল রায়েয় চিকিৎসার জন্য এখন ৭ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছে। উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর রুমে ভর্তি হয়েছেন তৃণমূল নেতা মুকুল রায়।
ক’মাস আগেই স্ত্রীর চরম অসুস্থতাকালীন সময়ে তৃণমূলে প্রত্যাবর্তন করেন
মুকুল।’ ঘর ওয়াপসি’-র পরেই মুকুল রায়ের স্ত্রী পরলোকগমন করেন৷ সমস্যা বাড়ে স্ত্রীর মৃত্যুর পরেই। বিয়োগের পর মানসিক অবসাদে ভুগছেন ভুগছেন তিনি; বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, ভুলে যাওয়ার সমস্যা দেখা দিচ্ছে তাঁর। প্রসঙ্গত উল্লেখ্য, সম্রতি বেশ কয়েকবার অসংলগ্ন কথাও বলতে দেখা গিয়েছে তাঁকে। তৃণমূলে যাওয়ার পরও একাধিকবার নিজেকে বিজেপি নেতা বলে দাবি করেন সংবাদমাধ্যমে৷ এমনকি তৃণমূল হারবে এবং বিজেপি জিতবে সেই কথা বলায় বিতর্ক তুঙ্গে ওঠে৷ জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরেই অসুস্থ বিধায়ক মুকুল রায়। এসএসকেএম চিকিৎসকরা জানাচ্ছেন, সোডিয়াম-পটাশিয়ামের ওঠা-নামার কারণে বিভিন্ন শারীরিক অসুবিধা বা উপসর্গ দেখা দেয় যে কোনও মানুষের৷ চিকিৎসার ভাষায় একে বলা হয়, ‘সোডিয়াম-পটাশিয়াম ইমব্যালেন্স’৷ এই সোডিয়াম-পটাশিয়াম ইমব্যালেন্স নিয়েই কার্যত শারীরিক অবনতি হয়েছে মুকুলের। মনে করা হচ্ছে তাঁর ভুলে যাওয়ার রোগটিও একারণেই বেড়ে উঠেছে৷ শরীরে সোডিয়াম- পটাশিয়ামের ভারসাম্য বিঘ্নিত হভা কোনও কোনও ক্ষেত্রে জটিল হয়ে ওঠে রোগীর শারীরিক অবস্থা৷
বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তনের পরে প্রথমে স্ত্রীর চলে যাওয়া এবার স্বয়ং মুকুল রায়ের গুরুতর অসুস্থতা নিয়ে চিন্তিত মুকুল ঘনিষ্ঠরা৷