বাহক নিউজ় ব্যুরো :  গত ২ রা মে, নির্বাচনের ফল প্রকাশের পরেই পশ্চিমবঙ্গের নানা প্রান্তে শাসকদলের বিরুদ্ধে খুন-ধর্ষণ-মারধরের অভিযোগ উঠে আসছিল।

 

এই নিয়ে শাসকদলের বিরুদ্ধে বারংবার সরব হয়েছে বিরোধীরা। কখনও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কখনও বা দিলীপ ঘোষ, রাহুল সিনহা, বিমান বসু, অধীর চৌধুরী তৃণমূলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসায় শরব বিরোধী শিবির৷
বঙ্গ বিজেপির একাংশ এই ঘটনায় বারংবার সিবিআইয়ের হস্তক্ষেপের দাবী জানিয়েছেন। কার্যত আজ মামলার রায়দানের দিনে সেই দাবিতেই শিলমোহর দিল কলকাতা হাইকোর্ট।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

 

হাইকোর্টের রায় অনুযায়ী খুন ও ধর্ষণের মত ঘটনাগুলির সার্বিক তদন্তে নিয়োগ করা হবে সিবিআইকে৷ ভাঙচুর, মারধরের মত অপেক্ষাকৃত কম গুরুতর মামলার তদন্তে নিযুক্ত করা হবে তিন সদস্যের এক বিশেষ টিম। এই টিমের মনিটারিং করবে খোদ কলকাতা হাইকোর্ট৷ আগামী ছয় সপ্তাহের মধ্যে এই বিশেষ টিমকে তদন্তের রিপোর্ট দাখিল করার কথা জানিয়েছেন বিচারপতি।

 

বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টের রায়দানের পর বিজেপি নেতা তথাগত রায়, এই রায়কে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন-” হাইকোর্টের রায়কে সাধুবাদ জানাই। সিবিআই এর উপর মানুষের আস্থা রয়েছে।” বিজেপির সর্বভারতীয় মুখপাত্র গৌরভ ভাতিয়া আজ, নয়াদিল্লি থেকে এক সাংবাদিক সম্মেলনে ভোট পরবর্তী হিংসা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন মমতা’র সরকারকে।

 

হাইকোর্টের এই রায়ে কার্যত বিপাকে রাজ্য সরকার৷ সুত্রের খবর, এই রায় নিয়ে মোটেই খুশি নন তৃণমূল; পাল্টা রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে যেতে পারে রাজ্য সরকার। ভোট পরবর্তী হিংসা নিয়ে যুযুধান দু’পক্ষের মধ্যে চলছে ব্যাপক চাপানউতোর।