বাহক নিউজ় ব্যুরো :বাবুল সুপ্রিয়র পর সোশ্যাল মিডিয়ায় রুদ্রনীলের লম্বা পোস্ট। না, অন্যরকম কিছু নয়, বিরোধীর ভূমিকাতেই দেখা গেল রুদ্রনীলকে। বহুদিন পর আবার আগের মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন।
মুখ্যমন্ত্রী ২৫ হাজার ক্লাবকে ৫ লক্ষ টাকা দেওয়ার কথা জানিয়েছিলেন গতকাল। আজ রুদ্রনীল সোশ্যাল মিডিয়ায় লিখলেন, এতে মোট খরচ ২৫০০০× ৫,০০০০০= ১২৫ কোটি টাকা। রুদ্রনীলের প্রশ্ন, এই টাকা কার? মমতা ব্যানার্জী বা তৃণমূলের টাকা তো নয়, এই টাকা তো জনগণের, লিখলেন রুদ্র। ডোমের চাকরির জন্য ইঞ্জিনিয়ারদের আবেদন করতে হচ্ছে,এটি নিয়েও মুখ্যমন্ত্রীকে বিধেছেন রুদ্র। আরো যোগ করেন, ক্লাবকে দেওয়া এই ১২৫ কোটি টাকা আসলে শিক্ষিত বেকারের প্রাপ্য টাকা।
বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর এই প্রথম বিরোধীতায় মুখ খুলতে দেখা গেল রুদ্রনীল ঘোষকে। মুখ্যমন্ত্রীর ক্লাবে অর্থ দান প্রসঙ্গে নেটিজেনদের একাংশের সমর্থনও পেয়েছেন। শুধু ক্লাবে ‘অপ্রয়োজনীয়’ দান নিয়ে নয়, করোনা, স্বাস্থ্য, শিক্ষা- সবই উঠে এসেছে তাঁর লেখায়। রুদ্র আরো বলেন, “মানুষ আবার ক্ষমতায় এনেছেন বলে মানুষের টাকা দিয়ে যা খুশি করবেন না দয়া করে। শিক্ষিত বেকার ছেলেমেয়েদের চোখের জল আছে এই টাকায়। ক্লাবের ফূর্তি বা আনন্দের বিনিময়ে তাদের হাতে রাখতে আর ভোট কব্জা করতে এই টাকার ব্যবহার বন্ধ করুন। বাংলা যে বিপদে আছে তা সব থেকে বেশি আপনি জানেন।”