বাহক নিউজ় ব্যুরো: সমস্ত জল্পনার পর এবার অবশেষে নিজেদের রাজনৈতিক অবস্থান জানালেন সিপিএম-এর শীর্ষ নেতৃত্ব। এই ঘোষণাটি করলেন খোদ সীতারাম ইয়েচুরি। কলকাতায় সিপিএম-এর রাজ্য কমিটির একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই বৈঠকেই উপস্থিত ছিলেন সিপিএম-এর সর্ব ভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি। এই বৈঠকেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন যে, সিপিএম ও তৃণমূল উভয়েরই শত্রু বিজেপি হলেও নির্বাচনী ক্ষেত্রে তাঁরা সমঝোতা করবে না।
ওই বৈঠকে মূলত সিপিএম ও তৃণমূলের রাজনৈতিক সমীকরণ নিয়ে প্রশ্ন ওঠে। এই প্রসঙ্গ উঠে আসতেই তিনি তাঁর বক্তব্যে আরও অন্যান্য ঘটনার উল্লেখ করেন। এরকমই তিনি এক ঘটনার কথা উল্লেখ করে বললেন, “২০১৬ থেকে বিরোধীরা নানা মিটিং করেছে যেখানে দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) এবং আমি ছিলাম। একাধিক খসড়া রয়েছে যেটা আমি তৈরি করেছি, দিদি সই করেছেন”।
তিনি তাঁর কথায় প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রসঙ্গ তোলেন। তিনি বললেন, “২০০৪ সালেই জ্যোতি বসু বলেছিলেন কেরল, ত্রিপুরা, বাংলায় আমরা কংগ্রেসকে পরাজিত করব। কিন্তু কেন্দ্রের সাম্প্রদায়িক শক্তিকে রুখতে কংগ্রেসকে সমর্থন করব”। এছাড়াও তিনি রাজনৈতিক সমীকরণের প্রসঙ্গ তুলে দাবি করলেন যে, ভোট ও ভোটের জোটকে কেন্দ্র করে রাজনীতি নয় এবং তা অন্য সময় বৃহত্তর ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলকে (বিজেপি) পরাস্ত করার প্রয়াস চালানোর নামও রাজনীতি। অবশেষে, রাজনৈতিক সমীকরণ এক হয়ে যাওয়ার জল্পনাকেও তুড়ি মেরে উড়িয়ে দিলেন এবং বললেন যে, “পরিস্থিতির বদল হয়েছে। আমাদের প্রধান নিশানা বিজেপি। কিন্তু তার মানে এটা নয় যে আমরা তৃণমূলের বিরুদ্ধ লড়ব না”।
Published on Saturday, 14 August 2021, 1:47 pm | Last Updated on Saturday, 14 August 2021, 1:47 pm by Bahok Desk









