বাহক নিউজ ব্যুরো: নিজের নির্বচনী কেন্দ্র ব্যারাকপুরে এবার হামলার মুখে পড়লেন বিধায়ক রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তী একটুর জন্য আঘাতের হাত থেকে রক্ষা পেলেও আহত হয়েছেন তার সাথে থাকা ৬ জন তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর স্টেশনের একটি হুনুমান মন্দিরের সামনে।
সুত্রে জানা গিয়েছে, ব্যারাকপুর স্টেশনের একটি হনুমান মন্দিরের সামনে কমিটি গঠন নিয়ে বেশ অনেকদিন ধরেই খুব গন্ডগোল চলছিলো। সেই সমস্যা মেটানোর জন্যই বিধায়াক রাজ চক্রবর্তী সেখানে যান। এবং তার সাথে যান আরও ৬জন তৃণমূল কর্মী। সেখানে গিয়ে তিনি সমঝোতা করার চেষ্টা করেন। এবং নতুন কমিটি গঠন করার প্রস্তাব দেন। সেখানেই ছিলেন এলাকার বেশ কয়েকজন তৃণমূল কর্মী। তখন ঐ বৈঠক চলা কালিন বাইরের কিছু যুবক হঠাৎ করে তাদের উপর হামলা চালায়। তারপর দু দলের মধ্যেই শুরু হয়ে যায় মারামারি। বিধায়ক রক্ষা পেলেও। আহত হন কিছু তৃণমূল কর্মী।
বিধায়াক রাজ চক্রবর্তী জানান বহু দিনের সমস্যা মেটাতেই ব্যারাকপুরের 1 নং স্টেশনের পাশে ওখানকার কিছু তৃণমূল কর্মী দের নিয়ে বিধায়ক রাজ চক্রবর্তী বৈঠক করছিলেন।
অভিযোগ ওঠে তখনই প্রায় 30 জন যুবক তাদের উপর চড়াও হয়। তৃণমূল কর্মীদের মাটিতে ফেলে মারতে শুরু করে। কিন্তু রাজ চক্রবর্তীকে মারতে গেলে তাদের আটকে দেয় তার নিরাপত্তা রক্ষীরা। কিন্তু জখম হন বাকি তৃণমূল কর্মীরা।
এই ঘটনায় গুরুতর জখম অবস্থায় এক তৃণমূল কর্মীকে কলকাতার এক বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে। এই হামলার বিরুদ্ধে তৃণমূল নেতা রা টিটাগড় থানায় আভিযোগ দায়ের করেন। এই ঘটনায় এখনো পর্যন্ত 6জন কে গ্রেপ্তার করেছে পুলিশ।