বাহক নিউজ ব্যুরো : রিল লাইফের ভিলেন রিয়েল লাইফে হয়ে উঠেছেন ভগবান, ত্রাতা, নায়ক। ভয়াবহ কোভিড পরিস্থিতিতে, সাধারণ গরিব মানুষের পাশে দাঁড়াতে প্রাণপন লড়াই করেছেন অভিনেতা সোনু সুদ৷ প্রাণরক্ষায় বিদেশে পালিয়ে যাওয়া বলিউড তারকাদের বিপরীতে নিজের সর্বস্ব উজার করে মানুষের ত্রাতা সোনু সুদ তৈরি করেছেন নয়া দৃষ্টান্ত। অভিনেতার এহেন মানবিক কাজে মুগ্ধ ভারতবাসী।

সেই আম আদমির পাশে দাঁড়ানো সোনু সুদ এবার ‘আম আদমি পার্টি’-তে যোগদান করবেন কী না সেই নিয়েই জল্পনা তুঙ্গে। বেশ কিছুদিন ধরেই অভিনেতার অরাজনৈতিক মানবহিতৈষী কর্মসূচিতে কোনো রাজনৈতিক রঙ
লাগবে কী না সেই নিয়ে চলছিল তুমুল তর্জা৷
শোনা যাচ্ছিল অভিনেতা সোনু সুদ নাকি কংগ্রেসে যোগ দেবেন। এমনকী মুম্বই কংগ্রেসের এক নেতা তাঁকে মুম্বইয়ের মেয়র পদের প্রার্থী করার প্রস্তাবও দিয়েছিলেন। অন্যদিকে তেলেঙ্গানার শাসক দল টিআরএসের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে কম আলোচনা হয়নি সংবাদমাধ্যমে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

অবশেষে জল্পনার অবসান; আম আদমীর ঈশ্বর সোনু যোগ দিতে চলেছেন কেজরিওয়ালের ‘আম আদমি পার্টি’-র সরকারে। চলতি সপ্তাহে, শুক্রবার সকালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টির কনভেনর রাঘব চাড্ডার সঙ্গে দেখা করে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন সোনু।

এরপরই যৌথ সাংবাদিক বৈঠকে সোনু সুদ এবং কেজরিওয়াল ঘোষণা করেন, দিল্লি সরকারের এক নতুন কর্মসূচির মেন্টর হিসাবে কাজ করবেন তিনি। রাজনীতিতে যোগের জল্পনা উড়িয়ে দিয়েছেন সোনু৷ সাংবাদিকদের জানান আপাতত দিল্লি সরকারের প্রস্তাবিত ‘ভারত কে মেন্টর’ নামের কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

সরাসরি রাজনৈতিক দলে যোগ না দিয়ে, দিল্লি সরকারের কর্মসূচিতে অংশগ্রহণ’কে মূল রাজনীতিতে আসার প্রথম পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা কেজরিওয়ালের সাথে এদিনের বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের। সামনে পাঞ্জাবপ্রদেশের ভোটে তবে কি এবার গরিবের ত্রাতা সোনু সুদ’ই আম আদমির নেতা হয়ে ময়দানে নামবেন সেই প্রশ্নই উঠে আসছে নানা মহলে।