বাহক নিউজ় ব্যুরো: সাংসদ সুনীল মণ্ডল বিধানসভা নির্বাচনের আগে ঘাসফুল শিবির ত্যাগ করে যোগ দেন পদ্মফুল শিবিরে। বিজেপির শীর্ষ নেতৃত্বদের আস্থা অর্জন করতে তখন তৃণমূল কংগ্রেস বিরোধী একাধিক মন্তব্যও করেন। এদিকে, একুশের নির্বাচন পেরোনোর পরে, রাজ্যে পদ্মফুল শিবিরের রাজনৈতিক অবস্থান দেখে তাঁর সুর খানিকটা অন্যরকম হতে দেখা গেল। মুখে শোনা গেল ঘাসফুল শিবিরের জয়গান।
বর্ধমান পূর্বের সাংসদ তৃণমূলে নিজের উপস্থিতি জানান দিয়ে বললেন, “আমি তৃণমূল কংগ্রেসেই আছি। আমি তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে চিরকালই ছিলাম। তৃণমূল কংগ্রেসের সঙ্গেই কাজ করেছি”। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের এই সাংসদই একুশের নির্বাচনে পদ্মফুল শিবিরে নাম লেখানোর পরে, কেন্দ্রের তরফে দেওয়া কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা নেন। মোতায়েন হওয়া এই কেন্দ্রীয় বাহিনী সরানোর দাবিতেই সিআরপিএফ দফতরে লিখিত আবেদন জমা দিলেন সাংসদ সুনীল মণ্ডল।
উল্লেখ্য, সিআরপিএফ দফতরে পাঠানো ওই চিঠি সাংসদ সুনীল মণ্ডলের নিজের প্যাডেতেই ছিল। ওই চিঠিতে লেখা ছিল, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া নিরাপত্তারক্ষী তুলে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমি এই নিরাপত্তাবাহিনীর খরচ বহন করার মতো অবস্থায় নেই”। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিজেপি বিরোধী আওয়াজ তোলা বা তৃণমূলের সুরে সুর দিয়ে কথা বলতে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে তাঁকে। এহেন, সেই অস্বস্তি কাটাতেই সম্ভবতঃ যত তাড়াতাড়ি সম্ভব কেন্দ্রীয় বাহিনী সরানোর আবেদন করেছেন।