বাহক নিউজ় ব্যুরো :রাজনৈতিক মহলে যুব তৃণমূল নেতা হিসেবে দেবাংশু ভট্টাচার্য জনপ্রিয় একটি মুখ। গতকাল ত্রিপুরায় তাদের উপর হামলায় আক্রান্ত হয়েছিলেন তৃণমূল নেতারা। মাথায় ইঁটের আঘাত লেগে রক্তাক্ত হয়েছিলেন সুদীপ রাহা। আঘাত পেয়েছিলেন দেবাংশু ভট্টাচার্যও। এই হামলার পরেই তৃণমূল নেতারা কাল রাত থেকে ত্রিপুরার খোয়াই থানার সামনে বিক্ষোভ করেন। পুলিশ বারবার বিক্ষোভ বন্ধ করতে বললেও তৃণমূল নেতারা কোন কথায় শোনেনি।

 

খবর পাওয়া গেছে মহামারী আইন ভাঙার অপরাধে সুদীপ রাহা ও দেবাংশু ভট্টাচার্য সহ ১১জন তৃণমূল নেতা কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বেলার দিকে তাদের আদালতে তোলা হয়েছে।
শনিবার ত্রিপুরায় বিজেপি কর্মীদের হামলায় আক্রান্ত হয়েছিলেন তৃণমূল নেতারা। তাদের গাড়িকে লক্ষ্য করে ইঁট ছোড়া হয়েছিল বলে জানিয়েছেন তারা। সেই হামলার পরেই ফেসবুক লাইভে আসেন দেবাংশু ভট্টাচার্য এবং বলেন, তৃণমূল নেতা সুদীপ রাহার মাথা ফেটেছে। ঘটনাস্থলে পুলিশ থাকলেও তাদের কোনোরকম সাহায্য করেনি। এই আক্রান্ত তৃণমূল কর্মীদের পাশে থাকতে আজই ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

 

তিনি বলেন, BJP নেতারা বর্বরের মতো কাজ করেছে তাদের প্রতি ধিক্কার জানাই। তিনি আরও বলেন, আমি আক্রান্ত কর্মীদের পাশে থাকতে ত্রিপুরায় আসছি। আমি আমার লড়াই শেষ পর্যন্ত চালিয়ে যাব। ক্ষমতা থাকলে আটকে দেখান। আজ বেলা প্রায় ১১টার দিকে ত্রিপুরার উদ্দেশ্যে রওয়ানা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

 

অভিষেক বন্দ্যোপাধ্যায় এই হামলার পর একটি টুইটে লেখেন ‘ত্রিপুরায় BJP কর্মীরা তাদের আসল গুন্ডামীর পরিচয় দিয়েছে। এই হুমকি ও হামলা শুধু তাদের অমানবিকতার পরিচয় দেয়। কিন্তু তারা যা খুশি করুক তৃণমূল  ১ ইঞ্চিও জায়গা ছাড়বেনা”।
দেবাংশু ভট্টাচার্য বলেন, ‘ আমাকে নিয়ে আপনারা কেউ চিন্তা করবেন না’।

 

গতকাল তৃণমূল নেতা দের ওপর হামলার প্রতিবাদে বিপ্লব দেবের কনভয় আটকায় তৃণমূল নেতারা,ও বিক্ষোভ শুরু করেন। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশ তাদের সরিয়ে দেয়। তারপর তারা খোয়াই থানার সামনে জোরালো বিক্ষোভ শুরু করেন। পুলিশ বারন করার পরও বিক্ষোভ বন্ধ না করায় দেবাংশু ভট্টাচার্য সহ ১১জন কে গ্রেপ্তার করে পুলিশ।
এই ভাবে তাদের গ্রেপ্তার করায় ক্ষুব্ধ তৃণমূলের নেতা-কর্মীরা।