বাহক নিউজ় ব্যুরোঃ  যুব তৃণমূল নেতা হিসেবে দেবাংশু ভট্টাচার্যকে চেনে না এরকম মানুষ রাজনৈতিক জগতে খুঁজে পাবেন না। এবার এই দেবাংশুর উপর হামলার অভিযোগ উঠলো ত্রিপুরায়।
অভিযোগ উঠেছে শনিবার ওনার গাড়িকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। এই হামলার পরেই ফেসবুক লাইভে আসেন দেবাংশু। লাইভে তিনি বলেন, এই হামলায় একজন তৃণমূল নেতার মাথা ফেটেছে। তিনি আরও বলেন যে, এই হামলার সময় ঘটনাস্থলে পুলিশ থাকলেও পুলিশ তাঁদের কোনো সাহায্য করেনি।

 

আজ তিনি লাইভ ভিডিওতে এসে বিপ্লব দেবের প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন।
দেবাংশুর লাইভ ভিডিওতে দেখা গেছে তাঁর গাড়ির কাঁচ ভেঙে পড়েছে। এই ভাবে হামলার ঘটনায় তিনি সরাসরি বি জে পির দিকে আঙ্গুল তুলেছেন। দেবাংশু বলেন, বি জে পি আগে থেকেই এই হামলার ছক করেছিল। কিন্তু পুলিশ এই সব বিষয়টি জানলে কোনো সাহায্যই করেনি বা আগে থেকে কোনো পদক্ষেপ নেয়নি।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

 

লাইভে দেখা যায় মাথায় জোরে আঘাত পেয়েছেন তৃণমূল নেতা সুদীপ রাহা, তিনি আঘাত পাওয়ার পর মাটিতেই বসে পড়েন।
এই ঘটনায় তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “ত্রিপুরায় BJP নিজেদের বর্বরতার পরিচয় দিয়েছে”। তিনি আরও বলেন, BJP সব জায়গায় নিজেদের অমানবিকতার পরিচয় দিয়েছে। BJP যা খুশি করতে পারে কিন্তু তৃণমূল তাদের এক ইঞ্চিও জায়গা ছাড়বে না।
প্রসঙ্গত, এই হামলার পর তৃনমূলের সবাই BJP র বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।