বাহক নিউজ় ব্যুরো: ২১ এর মহারণে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থামিয়েছিলেন বিজেপির বিজয়রথ। মাত্র ‘৭৭’ টি আসনেই খুশি হতে হয়েছিল নরেন্দ্র মোদীকে৷ বিজেপি বনাম টিএমসির লড়াই এবার ত্রিপুরায়। বঙ্গ জয়ের পরেই, ত্রিপুরা বিধানসভা ভোটকে পাখির চোখ করছে সবুজ শিবির৷

এবার রাখি বন্ধন উৎসব পালন করতে অভিনব উদোগ তৃণমূল কংগ্রেসের। আগামীকাল ত্রিপুরা রাজ্যের ৮ টি জেলা ও প্রায় ৬০ বিধানসভা এলাকাতেই পালন করা হবে এই রাখিবন্ধন উৎসব। রাখিবন্ধন উৎসব উপলক্ষ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের ছবিসহ ব্যানারে কার্যত মুড়ে ফেলা হচ্ছে ত্রিপুরার সর্বত্র।
এদিন তৃণমূল নেতা আশিষলাল সিংহ জানিয়েছেন, “রাখি বন্ধন একটা উৎসব ; তা আমরা সকলের সঙ্গেই আনন্দ ভাগ করে নিতে চাই৷ দলকে লাগাতার কর্মসূচীর মধ্যে দিয়ে যেতে হবে। ছাত্র-যুবদের মধ্যে এই উৎসবের গ্রহণযোগ্যতা সব থেকে বেশি। সকলকে সাথে নিয়েই আমরা রবিবার আগরতলা সহ সর্বত্র রাখি উৎসব পালন করব।”সূত্রের খবর, স্থানীয় নেতৃত্বের পাশাপাশি রবিবার এই বিরাট কর্মসূচীতে অংশগ্রহণ করবেন তৃণমূল সাংসদ শান্তনু সেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

রবিবার রাজধানী আগরতলা সহ গোটা ত্রিপুরায় অনুষ্ঠিত হতে চলেছে রাখি-উৎসব। এই উপলক্ষ্যে তৃণমূলের ছাত্র সংগঠনের উন্মাদনা চোখে পড়ার মত।
ত্রিপুরা তৃণমূলের ব্যানারে লেখা “বন্ধন সৌভাতৃত্বের, বন্ধন হোক রক্ষার, বন্ধন হবেই শান্তির রাখি পূর্ণিমার।” বিশেষ সুত্রের খবর জনসংযোগের লক্ষ্যে এই নয়া কর্মসূচীর পরিকল্পনা ত্রিপুরায়৷ রবিবার, পথচলতি মানুষ ও অনাথ আশ্রমের শিশুদের রাখি পরিয়ে মিষ্টিমুখ করাবেন দলীয় নেতাকর্মীরা