২৪শের লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী জোটে থেকে বিজেপি বিরোধী কোনো দলের সাথেই কাজ করতে কোনো অসুবিধা নেই বামেদের। মমতা ব্যানার্জী যখন দিল্লিতে সোনিয়া গান্ধীর সাথে বৈঠক করতে যাচ্ছেন, তার আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বোস।

২১শে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি বিরোধী সমস্ত দলকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন মমতা ব্যানার্জী। কংগ্রেস সভানেত্রীর সাথে বৈঠকে বসতে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী। কিন্তুু আদর্শগত দিক থেকে বিজেপির মতো চরম দক্ষিণপন্থী দলের সবচেয়ে বড় বিরোধী বামেরাও কি এই জোটে সামিল হবে? এই প্রশ্ন স্বভাবতই উঠেছিল রাজনৈতিক মহলে। দীর্ঘদিনের ‘শত্রুতা’ ভুলে কি কাছাকাছি আসবে তৃণমূল-বামেরা? এই প্রশ্ন করা হলে স্পষ্ট করে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। রবিবার বিমান বসু বলেন, “সর্বভারতীয় স্তরে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কোহিমা পর্যন্ত বিজেপি বিরোধী আন্দোলনের ক্ষেত্রে যে কারও সঙ্গে কাজ করতে প্রস্তুত আমরা।” এরপর বিমান বসুকে প্রশ্ন করা হয়, তৃণমূল থাকলেও বিজেপি বিরোধী আন্দোলনে বামেরা থাকবে কিনা। বিমানের উত্তর, “বিজেপি বিরোধী যে থাকবে, তাঁদের সকলের সঙ্গেই বামেরা কাজ করতে প্রস্তুত।”

অতীতে এনডিএ বিরোধী শিবিরে প্রথম ইউপিএ সরকারকে সমর্থন করেছিল বামেরা। পরে অবশ্য সমর্থন প্রত্যাহার করে। গতবারের লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট যখন তৈরি হচ্ছিল, তখন এক মঞ্চে দেখা গিয়েছিল সীতারাম ইয়েচুরি, রাহুল গান্ধী, কেজরিওয়ালদের। লোকসভা ভোটের পরেও কৃষক আন্দোলনের সমর্থনে একাধিকবার একইসঙ্গে দেখা যায় কেজরিওয়াল, সীতারাম ইয়েচুরিদের। আগামী ২৪শের লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোটে তৃণমূল কংগ্রেস থাকলে এবারেও তৃণমূলকে ‘অস্পৃশ্য’ মনে করবে না বামেরা, এমনটাই ইঙ্গিত দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। নিজেদের মধ্যে তিক্ততা ভুলে একজোট হয়ে বিজেপিকে গদি থেকে সরাতে চাইছে বাম সহ দেশের অন্যান্য বিজেপি বিরোধী দলগুলো।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

 

শুভময় মল্লিক