
Table of Contents
Bahok News Bureau: ফের সেনা কনভয়ে হামলা কাশ্মীরে। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) রাজৌরি জেলার পুঞ্চ সেক্টরের ডেরা কি গলি এলাকায় ভারতীয় সেনার দুটি গাড়িতে হামলা চালায় জঙ্গিরা (Poonch Attack)। জঙ্গি হামলায় এখনও পর্যন্ত ৫ জন জওয়ান শহিদ হয়েছেন। শুক্রবার সকালেও জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই জারি ছিল। রাত থেকেই ডেরা কি গলি ও তার আশপাশের এলাকায় যৌথ বাহিনী জঙ্গিদের সন্ধানে অভিযান চালাচ্ছিল। আসুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে বিস্তারিত। (Poonch Terrorist Attack)
কী ঘটেছিল?
চলতি বছরের ২২শে ডিসেম্বর বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার পুঞ্চ সেক্টরের ডেরা কি গলি এলাকায় ভারতীয় সেনার দুটি গাড়িতে হামলা চালিয়েছিল সন্ত্রাসবাদীরা (Poonch Attack)। বৃহস্পতিবার বিকেলে জম্মুর পুঞ্চে ভারতীয় সেনার একটি ট্রাক লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। প্রথমে গুলিবিদ্ধ হয়ে ট্রাকের ভিতের থাকা তিনজন জওয়ানের মৃত্যু হয়। পরে সেই মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচ। আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন ২। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার রাত থেকেই ডেরা কি গলি এবং তার আশেপাশের এলাকায় জঙ্গিদের সন্ধানে অভিযান চালাচ্ছিল যৌথ বাহিনী। শুক্রবার সকালেও, জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় জারি ছিল।

তদন্তে কি জানা গেলো?
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেনেড হামলার পর সন্ত্রাসীরা গুলি চালাতে স্টিল বুলেট ব্যবহার করেছে, যার কারণে গাড়িতে গর্ত হয়েছে। এদিকে হামলাকারী সন্ত্রাসীদের খোঁজে ড্রোন মোতায়েন করা হয়েছে। স্নিফার ডগ দিয়েও এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। ডিআইজির নেতৃত্বে একটি এসএসপি স্তরের আধিকারিক দল এনআইএ দলের সংগ্রহ করা প্রমাণগুলি পর্যবেক্ষণ করছে। এমনকি, অতিরিক্ত নিরাপত্তা বাহিনীকে ডাকা হয়েছে। হামলার পর ডেরা গলি এলাকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতির ওপর নজর রাখছেন। এদিকে পুরো ঘন জঙ্গল এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। (Poonch Terrorist Attack)
উল্লেখ্য, গত বুধবার বিকেল থেকেই ওই এলাকায় সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালানোর পরিকল্পনা করছিল ভারতীয় সেনা। বৃহস্পতিবারও ওই অভিযানের কারণেই গাড়িতে করে জওয়ানদের নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় ডিকেজি-বাফলিয়াজ রোডের ৪৮ তম রাষ্ট্রীয় রাইফেল এলাকায় দুটি গাড়ির উপর হামলা চালায় জঙ্গিরা। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার (LET) একটি শাখা পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট । ঘটনায় ৫ সেনা নিহত হয়েছেন। আশেপাশের এলাকা থেকে ২০ জন সন্দেহভাজনকে আটক করেছে সেনাবাহিনী এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
………………………………………………………………………………………………………………
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।